ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
Sharenews24

শ্বশুরবাড়ি থেকে উপহার পেলেই কর, এনবিআরের নতুন ব্যাখ্যা

২০২৬ জানুয়ারি ২২ ১২:৩৭:০৯
শ্বশুরবাড়ি থেকে উপহার পেলেই কর, এনবিআরের নতুন ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক : উপহার পেতে ভালো লাগে না—এমন মানুষ খুব কমই আছেন। জন্মদিন, বিয়ে বা অন্য কোনো উপলক্ষেই হোক, উপহার মানেই আনন্দ। তবে অনেকেই জানেন না, সব উপহারই করমুক্ত নয়। কার কাছ থেকে উপহার পেলে কর দিতে হয় আর কার কাছ থেকে পেলে কর দিতে হয় না—এ বিষয়ে স্পষ্ট ধারণা থাকা জরুরি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি উপহার বা দানের ওপর কর আরোপের বিধানে কিছু পরিবর্তন এনেছে। নতুন এই সংশোধনের ফলে কোন সম্পর্কের ক্ষেত্রে উপহার করমুক্ত থাকবে এবং কোন ক্ষেত্রে কর দিতে হবে—তা আরও পরিষ্কার করা হয়েছে।

এনবিআরের বিধান অনুযায়ী, নির্দিষ্ট চার ধরনের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে উপহার বা দানের ওপর কোনো কর আরোপ হবে না। দাতা ও গ্রহীতা—দুজনকেই কর দিতে হবে না। এসব ক্ষেত্রে নগদ অর্থের পাশাপাশি স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তরও করমুক্ত থাকবে।

করমুক্ত সম্পর্কগুলো হলো—স্বামী–স্ত্রী, মাতা–পিতা, ছেলে–মেয়ে, আপন ভাই–বোন

চলতি অর্থবছর থেকে এই তালিকায় আপন ভাই ও বোন যুক্ত হয়েছে। এর আগে স্বামী–স্ত্রী, মা–বাবা ও সন্তানের মধ্যে উপহার করমুক্ত থাকলেও ভাই–বোনের ক্ষেত্রে বিষয়টি স্পষ্ট ছিল না। নতুন সিদ্ধান্তে সহোদর ভাই–বোনের মধ্যে অর্থ বা সম্পদ উপহার দিলে তা আয়করের আওতায় পড়বে না।

এই স্পষ্টীকরণে প্রবাসী বাংলাদেশিরাও উপকৃত হবেন। অনেক প্রবাসী কর্মী রেমিট্যান্সের অর্থ বা মূল্যবান উপহার ভাই–বোনের ব্যাংক হিসাবে পাঠান। রেমিট্যান্স করমুক্ত হলেও ভাই–বোনকে দেওয়া অর্থ করযোগ্য কি না—তা নিয়ে বিভ্রান্তি ছিল। নতুন সিদ্ধান্তে সেই বিভ্রান্তির অবসান হয়েছে।

তবে আয়কর আইন অনুযায়ী, পাঁচ লাখ টাকার বেশি যেকোনো আর্থিক লেনদেন অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করতে হবে।শুধু নগদ অর্থ নয়, পারিবারিক জমি, ফ্ল্যাটসহ স্থাবর ও অস্থাবর সম্পত্তি দান বা উপহার দেওয়ার ক্ষেত্রেও করমুক্ত সুবিধা প্রযোজ্য হবে, যদি তা করমুক্ত সম্পর্কের আওতায় পড়ে।

ধরা যাক, আপনার ভাই আপনাকে উপহার হিসেবে দুই লাখ টাকা দিলেন। আপনি বছরের শেষে আয়কর রিটার্নে সেই অর্থ উপহার হিসেবে উল্লেখ করলেন। এ ক্ষেত্রে ওই টাকার ওপর কোনো কর আরোপ হবে না। একই সঙ্গে যিনি উপহার দিয়েছেন, অর্থাৎ আপনার ভাইকেও তাঁর আয়কর রিটার্নে ওই দান বা উপহারের তথ্য উল্লেখ করতে হবে।

এনবিআরের বিধান অনুযায়ী, শ্বশুরবাড়ির পক্ষ থেকে পাওয়া উপহার করযোগ্য। অর্থাৎ শ্বশুর, শাশুড়ি, শ্যালক, শ্যালিকা বা শ্বশুরবাড়ির অন্য আত্মীয়দের কাছ থেকে টাকা, গয়না কিংবা জমি–ফ্ল্যাট উপহার হিসেবে পেলে তা আয় হিসেবে গণ্য হবে এবং প্রযোজ্য কর দিতে হবে।

সংক্ষেপে বলা যায়, স্বামী–স্ত্রী, মাতা–পিতা, সন্তান ও আপন ভাই–বোন—এই চার ধরনের সম্পর্ক ছাড়া অন্য যে কারও কাছ থেকে পাওয়া উপহার করের আওতায় পড়বে।

এনবিআর সূত্র জানায়, অনেক ক্ষেত্রে করদাতারা শ্বশুরবাড়ি থেকে পাওয়া অর্থ বা সম্পদকে উপহার দেখিয়ে সম্পদের উৎস ব্যাখ্যা করেন, অথচ যিনি উপহার দেন তিনি তাঁর রিটার্নে সেই হস্তান্তরের তথ্য উল্লেখ করেন না। এতে অবৈধ আয়ের অর্থ বৈধ দেখানোর সুযোগ তৈরি হয়। এসব অনিয়ম ঠেকাতেই উপহার ও দানের ক্ষেত্রে সম্পর্কভিত্তিক করনীতিকে আরও স্পষ্ট করা হয়েছে।

এনবিআর আরও জানিয়েছে, মা–বাবা, ভাই–বোন, স্ত্রী ও সন্তান ছাড়া অন্য কারও কাছ থেকে উপহার পেলে তা অবশ্যই আয়কর রিটার্নে অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রযোজ্য কর পরিশোধ করতে হবে। একই সঙ্গে উপহারদাতাকেও তাঁর আয়কর নথিতে ওই উপহারের তথ্য উল্লেখ করতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে