ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
Sharenews24

সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

২০২৬ জানুয়ারি ২১ ২০:১৫:১৩
সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী এই ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ফলাফলের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর জন্য এ পরীক্ষা নেওয়া হয়েছিল।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dpe.gov.bd)-এ পাওয়া যাবে।

প্রসঙ্গত, ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি। পরীক্ষার কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কেউ কেউ ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে শেয়ারও করেছিল।

পরীক্ষা কেন্দ্রের বাইরে সক্রিয় হয় ‘ডিভাইস পার্টি’, যারা পরীক্ষার্থীদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকলের সহায়তা প্রদান করত। এই কার্যক্রমে মোট ২০৭ জন প্রার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয় ১৮ জন, দিনাজপুরে ১৮ জন, কুড়িগ্রামে ১৬ জন, এবং রংপুরে ২ জন রয়েছেন।

প্রশ্নফাঁস ও অনিয়ম-জালিয়াতির অভিযোগে কিছু প্রার্থী পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নামলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, কোনো প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া যায়নি। যেসব প্রার্থী নকল করার চেষ্টা করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাই পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নেই।

ফলাফল দেখতে ক্লিক করুন এখানে...

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জবস কর্নার এর সর্বশেষ খবর

জবস কর্নার - এর সব খবর



রে