ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
Sharenews24

শেয়ারবাজার আধুনিকায়নে সিডিবিএলের নেতৃত্ব চায় বিএসইসি

২০২৬ জানুয়ারি ২১ ১৯:০৩:৪২
শেয়ারবাজার আধুনিকায়নে সিডিবিএলের নেতৃত্ব চায় বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে অটোমেশন, কাঠামোগত আধুনিকায়ন ও সুশাসন নিশ্চিতকরণে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর নেতৃত্বমূলক ভূমিকা দেখতে চায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের কমিশন সভাকক্ষে বিএসইসি ও সিডিবিএল-এর মধ্যে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সিডিবিএল-এর পক্ষে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তপন চৌধুরী।

সভায় শেয়ারবাজারের অটোমেশন, কাঠামোগত আধুনিকায়ন, কেওয়াইসি সিস্টেম ডেভেলপমেন্ট, সার্ভেইল্যান্স ব্যবস্থার যুগোপযোগীকরণ, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ এবং সামগ্রিক শেয়ারবাজার উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, পুঁজিবাজারে ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করা অত্যন্ত জরুরি। নতুন আইপিও রুলসের মাধ্যমে আরও পেশাদার ও বিশ্বমানের পদ্ধতিতে প্রাইস ডিসকভারির সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, পুঁজিবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিডিবিএল-এর ভূমিকা রয়েছে এবং কেওয়াইসি সিস্টেম ডেভেলপমেন্ট ও সার্ভেইল্যান্স ব্যবস্থার উন্নয়নসহ পুঁজিবাজারের অগ্রগতিতে সিডিবিএলকে নেতৃত্বমূলক ভূমিকায় দেখতে চায় কমিশন।

তিনি আরও বলেন, পুঁজিবাজারের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সিডিবিএলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। পাশাপাশি মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নের জন্য সিডিবিএলকে কাস্টডিয়ানের মতো নতুন ভূমিকায়ও দেখতে চায় বিএসইসি।

সভায় সিডিবিএল চেয়ারম্যান তপন চৌধুরী বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য কোম্পানিগুলোর পুঁজিবাজারে আসা উচিত। পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় বিএসইসি কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখ, মোঃ সাইফুদ্দিন, সিডিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল মোতালেব, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলামসহ বিএসইসি ও সিডিবিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে