ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
Sharenews24

ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ২২ কোম্পানি

২০২৬ জানুয়ারি ২১ ১৭:১৪:৩৯
ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ২২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ২২টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে। সভায় সিঙ্গার বিডি ছাড়া কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করবে। একই সভায় সিঙ্গার বিডি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

কোম্পানিগুলো হলো- এসিআই লিমিটেড, এসিআই ফরমুলেশন, ড্রাগন সোয়েটার, ইন্ট্রাকো রিফুয়েলিং, মতিন স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, শ্যামপুর সুগার, শমরিতা হাসপাতাল, ন্যাশনাল পলিমার, ডরিন পাওয়ার, রেনউইক যজ্ঞেশ্বর, ডেল্টা স্পিনার্স, ইবনে সিনা, ন্যাশনাল টিউবস, সিভিও পেট্রোকেমিক্যাল, লুবরেফ বাংলাদেশ, ইস্টার্ন ক্যাবলস, মেঘনা পেট্রোলিয়াম, ঝিলবাংলা সুগার, সিঙ্গার বিডি, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং নাহি অ্যালুমিনিয়াম।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপ—

২৪ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার):

ইস্টার্ন ক্যাবলস— সকাল ১০ টায়

২৬ জানুয়ারি, ২০২৬ (রোববার):

ইবনে সিনা— দুপুর ২:৪৫ টায়

ডেল্টা স্পিনার্স— বিকেল ৩ টায়

সিভিও পেট্রোকেমিক্যাল— বিকেল ৩:৩০ টায়

ন্যাশনাল টিউবস— বিকেল ৩ টায়

ন্যাশনাল পলিমার— বিকেল ৫:০০ টায়

২৭ জানুয়ারি, ২০২৬ (সোমবার):

শ্যামপুর সুগার— দুপুর ২:৪০ টায়

মেঘনা পেট্রোলিয়াম— সন্ধ্যা ৬:০০ টায়

শমরিতা হাসপাতাল— সন্ধ্যা ৭:০০ টায়

২৮ জানুয়ারি, ২০২৬ (মঙ্গলবার):

রেনউইক যজ্ঞেশ্বর— দুপুর ২:৪০ টায়

মোজাফফর হোসেন স্পিনিং— বিকেল ৩:০০ টায়

ড্রাগন সোয়েটার— বিকেল ৩:০০ টায়

নাহি অ্যালুমিনিয়াম— বিকেল ৩:০০ টায়

ডরিন পাওয়ার— বিকেল ৩:৩০ টায়

ইন্ট্রাকো রিফুয়েলিং— বিকেল ৩:৩০ টায়

ঝিলবাংলা সুগার— বিকেল ৩:৪০ টায়

লুবরেফ বাংলাদেশ— বিকেল ৪:৪৫ টায়

২৯ জানুয়ারি, ২০২৬ (বুধবার):

এসিআই ফরমুলেশন— দুপুর ২:৪৫ টায়

শেফার্ড ইন্ডাস্ট্রিজ— বিকেল ৩:০০ টায়

সিঙ্গার বিডি— বিকেল ৩:৩০ টায়

এসিআই লিমিটেড— বিকেল ৪:০০ টায়

মতিন স্পিনিং— বিকেল ৪:৩০ টায়

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে