ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
Sharenews24

পূবালী ব্যাংকের আর্থিক সক্ষমতা বাড়াবে ৫০০ কোটি টাকার বন্ড

২০২৬ জানুয়ারি ২০ ১৯:৩৪:০১
পূবালী ব্যাংকের আর্থিক সক্ষমতা বাড়াবে ৫০০ কোটি টাকার বন্ড

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক ৫০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ডের অর্থ সফলভাবে উত্তোলন করেছে। এই বন্ডের অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকায় পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে বন্ড সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্ডের অর্থ ব্যাংকের টায়ার-টু মূলধন আরও শক্তিশালী করতে কাজে লাগবে। এর ফলে পূবালী ব্যাংকের ঋণ কার্যক্রম সম্প্রসারণসহ সামগ্রিক আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীরও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে