ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
Sharenews24

সরকারি কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

২০২৬ জানুয়ারি ২০ ১৯:১৪:৪৮
সরকারি কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) জন্য ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯-এর রুল ১২(১) এবং অবদানকারী ভবিষ্য তহবিলের নিয়মাবলি, ১৯৭৯-এর রুল ১২ অনুযায়ী সরকারি হিসাবে অন্তর্ভুক্ত জিপিএফ ও সিপিএফের মুনাফার হার স্লাবভিত্তিকভাবে নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে জিপিএফের প্রারম্ভিক স্থিতির ওপর ১৫ লাখ টাকা পর্যন্ত মুনাফা দেওয়া হবে ১৩ শতাংশ হারে। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১২ শতাংশ এবং ৩০ লাখ ১ টাকা ও তদূর্ধ্ব স্থিতির ওপর মুনাফা পাওয়া যাবে ১১ শতাংশ হারে।

এছাড়া একই অর্থবছরে জমাকৃত চাঁদার ওপর মুনাফার হার নির্ধারণ করা হয়েছে আলাদাভাবে। স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে চাঁদার ওপর মুনাফা মিলবে ১২ শতাংশ হারে। আর ১৫ লাখ ১ টাকা ও তার বেশি স্থিতির ক্ষেত্রে মুনাফার হার হবে ১১ শতাংশ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সব সিপিএফভুক্ত প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা একরকম নয়। সে কারণে স্বায়ত্তশাসিত সংস্থা, করপোরেশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব আর্থিক বিধিবিধানের আলোকে এবং জিপিএফের স্লাবভিত্তিক সর্বোচ্চ হার বিবেচনায় রেখে কর্মচারীদের জন্য মুনাফার হার নির্ধারণ করতে পারবে।

উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরেও জিপিএফ ও সিপিএফে একই হারে মুনাফা প্রদান করা হয়েছিল। ফলে নতুন অর্থবছরে সরকারি কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হারে কোনো পরিবর্তন আসেনি।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে