ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
Sharenews24

ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা 

২০২৬ জানুয়ারি ২০ ১১:০৮:১৯
ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা 

নিজস্ব প্রতিবেদক : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে ফের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে ডিবির একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ডিবির পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি তাদের জানানো হয়েছে।

ডিবির একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা বিভিন্ন মামলায় মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে ধানমন্ডি থানাতেই রয়েছে শতাধিক পরোয়ানা।

তবে কোন নির্দিষ্ট মামলায় তাদের সর্বশেষ গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এর আগে ইভ্যালির এক গ্রাহকের করা মামলায় ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‍্যাব।

পরবর্তীতে প্রায় আট মাস কারাভোগের পর ২০২২ সালের ৬ এপ্রিল জামিনে মুক্তি পান শামীমা নাসরিন। অপরদিকে, মোহাম্মদ রাসেল জামিনে মুক্তি পান গত বছরের ১৯ ডিসেম্বর।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে