ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

রুমিন ফারহানার বিরুদ্ধে আদালতে ইউএনও

২০২৬ জানুয়ারি ১৮ ২১:১৩:৪০
রুমিন ফারহানার বিরুদ্ধে আদালতে ইউএনও

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার। তিনি এ বিষয়ে সিনিয়র সিভিল জজ আদালতে একটি আবেদন দাখিল করেন।

আবেদনে বলা হয়, নির্ধারিত আচরণবিধি উপেক্ষা করে রুমিন ফারহানার সমর্থনে একটি জনসভা আয়োজন করা হয়। এ ঘটনায় জনসভাটির আয়োজক জুয়েল মিয়াকে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়া দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া এবং বিচারিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগও আবেদনে উল্লেখ করা হয়েছে। এসব কর্মকাণ্ডকে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে আদালতের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

ইউএনও আবু বকর সরকার জানান, এর আগেও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে রুমিন ফারহানার এক সমর্থক আশিকুর রহমানকে একই অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে