ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

ইসিতে পক্ষপাতিত্বের অভিযোগ, সিইসির কাছে বিএনপির কড়া দাবি

২০২৬ জানুয়ারি ১৮ ২০:৪৮:১৬
ইসিতে পক্ষপাতিত্বের অভিযোগ, সিইসির কাছে বিএনপির কড়া দাবি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) ভেতরে ও মাঠপর্যায়ে কিছু কর্মকর্তার ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে বিএনপি। দলটির দাবি, ইসির কয়েকজন ঊর্ধ্বতন ও মাঠপর্যায়ের কর্মকর্তা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছেন, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এসব অভিযোগ তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়নপত্র সংক্রান্ত আপিল নিষ্পত্তির শেষ দিনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানসহ একটি প্রতিনিধি দল প্রায় এক ঘণ্টা ধরে সিইসির সঙ্গে আলোচনা করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের আচরণে নিরপেক্ষতার ঘাটতি তারা লক্ষ্য করছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেসব কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে, তাদের দ্রুত তদন্ত করে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।

মাঠপর্যায়ের প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা একটি দলের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে অভিযোগ এসেছে। একই সঙ্গে ইসির সদর দপ্তরের কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধেও নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের হয়ে কাজ করার অভিযোগ সিইসিকে জানানো হয়েছে। তবে সংশ্লিষ্ট কোনো দলের নাম তিনি উল্লেখ করেননি।

বৈঠকে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তথ্য সংগ্রহের অভিযোগও উত্থাপন করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, জামায়াতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের জাতীয় পরিচয়পত্রের কপি, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের পাশাপাশি একটি ফৌজদারি অপরাধ। এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগরীর বিভিন্ন আসনে ভোটার স্থানান্তর নিয়েও আপত্তি তোলে বিএনপি। মির্জা ফখরুলের অভিযোগ, একটি দল পরিকল্পিতভাবে বহিরাগত ভোটার এনে ভোটের ফল প্রভাবিত করার চেষ্টা করছে। কতজন ভোটার কোন এলাকা থেকে কেন স্থানান্তর করা হয়েছে—তার বিস্তারিত তথ্য দ্রুত নির্বাচন কমিশনের কাছে চেয়েছে দলটি।

পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়েও বিএনপি উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, বর্তমান পদ্ধতিতে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ কারণে প্রতীক বরাদ্দের পর পোস্টাল ব্যালট বিতরণের প্রস্তাব দিয়েছে বিএনপি।

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নিজেদের অবস্থানের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি দলের চেয়ারম্যানের ব্যক্তিগত সফর পর্যন্ত বাতিল করেছে। অথচ অন্যান্য দলের শীর্ষ নেতারা নিয়মিত আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালালেও সেসব বিষয়ে ইসির কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তবু কমিশন চাইলে ছোটখাটো ত্রুটি সংশোধনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, সকাল থেকেই ছাত্রদলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন দাবিতে নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। একটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন পুনরায় চালুর অনুমতি দেওয়ার ইসির সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এ সিদ্ধান্ত পরিস্থিতি আরও জটিল করে তুলবে এবং তা পুনর্বিবেচনা করা উচিত।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে