ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

আজ শেষ হচ্ছে আপিল শুনানি, কাল প্রার্থিতা প্রত্যাহার 

২০২৬ জানুয়ারি ১৮ ১২:১৫:৫৭
আজ শেষ হচ্ছে আপিল শুনানি, কাল প্রার্থিতা প্রত্যাহার 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ও বাতিল-গ্রহণ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির নবম ও শেষ দিন আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬১১ থেকে ৬৪৫ নম্বর ক্রমিকের আপিল এবং পূর্বে অপেক্ষমাণ থাকা বাকি আপিলগুলোর শুনানি হবে।

আগামীকাল সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে। প্রতীক বরাদ্দের পর বুধবার থেকে প্রচারণা শুরু হবে।

গতকাল শনিবার অষ্টম দিনে ১১২টি আপিল নিষ্পত্তি করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২টি মঞ্জুর করা হয়। ৩৭টি আপিল নামঞ্জুর হয়েছে। এছাড়া ৯টি আপিল প্রত্যাহার এবং ১৯টি পরবর্তী শুনানির জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

অষ্টম দিনের শুনানিতে আরও ৪৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, ৩৭ জনের আপিল নামঞ্জুর হয়েছে। এভাবে আট দিনে মোট ৩৯৭ জন প্রার্থী আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে ১৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল থাকায় প্রার্থিতা হারিয়েছেন।

নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাই অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে কম সমর্থনের কারণে, সার্টিফিকেট কপি বা হলফনামায় প্রয়োজনীয় স্বাক্ষর না থাকার জন্য।

নির্বাচনপ্রক্রিয়ার সময়সূচি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। জাতীয় নির্বাচন ও গণভোট হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে