ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

‘সুদ’ থেকে আয়ের ব্যাপারে এবার মুখ খুললেন তাহেরি

২০২৬ জানুয়ারি ১৮ ১২:০৫:৪১
‘সুদ’ থেকে আয়ের ব্যাপারে এবার মুখ খুললেন তাহেরি

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরি সম্প্রতি তার নির্বাচনী হলফনামায় আয়ের একটি খাত ‘সুদ’-এর উল্লেখ নিয়ে প্রকাশিত বিতর্কের প্রেক্ষিতে প্রথমবারের মতো মন্তব্য করেছেন।

তাহেরি দাবি করেছেন, বিষয়টি ভুল বোঝাবুঝি ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য প্রচারের ফল। তিনি বলেন, “নির্বাচন কমিশনের কলামে বন্ড, সঞ্চয়, আমানত ও সুদ—সবই একসাথে রয়েছে। আমি কি আলাদা করে শুধু সুদের ওপর টিক চিহ্ন দিয়েছি? যারা এটি প্রচার করেছে, তারা আমার কাছ থেকে না জেনেই করেছে।”

নির্বাচনী হলফনামা অনুযায়ী, তাহেরির মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তার আয়ের প্রধান উৎস ব্যবসা ও কৃষি, আর ব্যাংক সুদ থেকে বছরে আয় হয়েছে মাত্র ২২ হাজার ৮৯২ টাকা। এছাড়া তিনি নিজের নামে ৩১ ভরি স্বর্ণ রাখেন।

তাহেরি আরও বলেন, সুদের অর্থ জমা হলেও এটি সওয়াবের জন্য নয়, চাইলে অন্য কোনো খাতে ব্যয় করা যায়। তিনি মনে করান, বন্ড, সঞ্চয়, আমানত ও সুদের জন্য আলাদা কলাম থাকলে বিষয়টি আরও স্পষ্ট হতো।

তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন, “এখানে ৪-৫টা বিষয় দেওয়ার পরও কেবল সুদটাই তুলে নিয়ে আসলেন, এটা কোন খেলা আমি বুঝলাম না! ৩০০ আসনের প্রার্থী তো হলফনামায় এটি উল্লেখ করেছে। আমার তো মাত্র ২২ হাজার, অন্যদের লাখ, কোটি টাকা, তাদেরটা ধরলেন না, আমারটা ধরলেন!”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে