ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালদ্বীপ

২০২৬ জানুয়ারি ১৮ ১১:৪৬:৪৩
বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালদ্বীপ

নিজস্ব প্রতিবেদক : মালদ্বীপে বসবাসরত ও কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশন ও মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রবাসীদের সুরক্ষা, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং নতুন ডিজিটাল সুবিধাসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল সিপি (অব.) আহমেদ ফাসীহ বৈঠকে অংশগ্রহণ করেন। শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষ হাইকমিশনারকে জানিয়েছে, তারা ইতোমধ্যেই ই-ভিসা সিস্টেম ও ইমিগ্রেশন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। প্রবাসীরা অনলাইনে তাদের ভিসার অবস্থা যাচাই করতে পারবেন, এবং নিকট ভবিষ্যতে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা ইস্যু করার পরিকল্পনা রয়েছে।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বৈঠকে উল্লেখ করেন, অনেক শ্রমিক বৈধভাবে মালদ্বীপে আসলেও প্রতিশ্রুত কর্মসংস্থান না পাওয়ায় ঝুঁকিতে পড়ছেন। তিনি ‘ফ্রি-ভিসা’ প্রথা বন্ধ, শোষণ ও প্রতারণা থেকে শ্রমিকদের রক্ষা এবং নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা, ন্যায্য বেতন কাঠামো ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল আশ্বস্ত করে বলেন, যাচাই-বাছাই শেষে প্রতারণায় জড়িত প্রতিষ্ঠান ও নিয়োগকর্তাদের ‘ব্ল্যাকলিস্ট’ করা হবে। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের লেবার রিলেশন অথরিটি (এলআরএ)-তে অভিযোগ দাখিলের পরামর্শ দেওয়া হয়েছে।

বৈঠকে দুই পক্ষই দায়িত্বশীল ও নৈতিক নিয়োগ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া নতুন পাসপোর্টে তথ্য পরিবর্তনের ক্ষেত্রে হাইকমিশনের ভেরিফিকেশন লেটার প্রয়োজন এবং কোনো প্রবাসীকে গ্রেপ্তার বা বহিষ্কারের ক্ষেত্রে লিখিত ব্যাখ্যা প্রদান বাধ্যতামূলক হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে