ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

যে ৩০ আসনে লড়বে এনসিপি

২০২৬ জানুয়ারি ১৬ ০০:১২:১০
যে ৩০ আসনে লড়বে এনসিপি

নিজস্ব প্রতিবেক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের পক্ষ থেকে ২৫৩টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এই জোটের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার ৩০টি আসনে লড়াই করার সুযোগ পেয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই নির্বাচনী রূপরেখা ও আসন বণ্টন সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

সংবাদ সম্মেলনে জোটের শরিক দলগুলোর অনুকূলে বরাদ্দকৃত আসনের সংখ্যা ও এলাকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, দীর্ঘ আলাপ-আলোচনা ও সমঝোতার ভিত্তিতেই এই ২৫৩ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মাধ্যমে জোটের শরিকদের মধ্যে নির্বাচনী ঐক্য আরও সুদৃঢ় হলো বলে তিনি দাবি করেন।

এনসিপির জন্য নির্ধারিত ৩০টি আসনের মধ্যে রাজধানীর ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১১, ঢাকা-১৮ ও ঢাকা-১৯ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি আসন রয়েছে। এছাড়া পঞ্চগড়-১, দিনাজপুর-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-৬ এবং গাজীপুর-২ এর মতো গুরুত্বপূর্ণ এলাকায় এনসিপি তাদের প্রার্থী দিচ্ছে। জোটগত এই সমঝোতার ফলে এসব আসনে জোটের একক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যা নির্বাচনী ফলাফলে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকার বাইরে এনসিপি যেসব আসনে নির্বাচন করবে তার মধ্যে রয়েছে নোয়াখালী-২ ও নোয়াখালী-৬, লক্ষ্মীপুর-১, চট্টগ্রাম-৮ এবং পার্বত্য জেলা বান্দরবান। এছাড়া নরসিংদী-২, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-৪ এবং নারায়ণগঞ্জ-৪ আসনেও এনসিপি প্রার্থী চূড়ান্ত করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী অর্থবছরগুলোতে একটি জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই তাঁরা এই জোটবদ্ধ নির্বাচন করছেন। জামায়াত ও এনসিপির এই জোট দেশের শেয়ারবাজারের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংস্কারকেও তাঁদের নির্বাচনী ইশতেহারে গুরুত্ব দেবে বলে আভাস পাওয়া গেছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে