ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

নববর্ষের বাণী প্রত্যাহার নিয়ে বিএনপির ব্যাখ্যা

২০২৬ জানুয়ারি ০১ ১০:৩৮:৩০
নববর্ষের বাণী প্রত্যাহার নিয়ে বিএনপির ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক : ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শুভেচ্ছা বাণী প্রত্যাহার করে নিয়েছে বিএনপি।

বুধবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক ইমেইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর অনিচ্ছাকৃত ভুলবশত তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইংরেজি নববর্ষের বাণী গণমাধ্যমে পাঠানো হয়েছিল। এ অনিচ্ছাকৃত ভুলের জন্য দল দুঃখ প্রকাশ করছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে বাণী দুটি প্রত্যাহার করে সেগুলো প্রচার ও প্রকাশ না করার অনুরোধ জানানো হয়।

এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় দায়িত্ব পালনকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা জানান। পোস্টে তারেক রহমান লেখেন, জীবনের গভীর শোকের মুহূর্তে তিনি তার মায়ের শেষ বিদায় যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে দিতে পেরেছেন, যা সম্ভব হয়েছে দায়িত্বশীল ও পেশাদার সবার সম্মিলিত প্রচেষ্টায়।

তিনি জানান, খালেদা জিয়ার অন্তিম যাত্রায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একই সঙ্গে পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র‍্যাব এবং এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী-পুরুষ সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

তারেক রহমান আরও লেখেন, ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের সতর্কতা ও দায়িত্বশীলতার কারণে পুরো আয়োজন নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে। এ ছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগ, এসএসএফ, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত ভূমিকার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

বিদেশি প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাশাপাশি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জানাজা ও দাফনের খবর দেশ-বিদেশে পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি শ্রদ্ধা ও ধন্যবাদ জানান তিনি।

সবশেষে তারেক রহমান লেখেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার মন্ত্রিসভার সদস্যরা জাতীয় শোকের এই সময়ে পাশে থেকে যে সহমর্মিতা ও সমর্থন দিয়েছেন, তা তাদের পরিবারের জন্য অত্যন্ত মূল্যবান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে