ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কারাগার থেকে রাজপথ: দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

২০২৫ ডিসেম্বর ৩১ ০০:৩৭:০৬
কারাগার থেকে রাজপথ: দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনে গত দেড় দশকেরও বেশি সময় ধরে এক অবিচ্ছেদ্য নাম ফাতেমা বেগম। গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে শুরু করে রাজপথের আন্দোলন, হাসপাতাল, এমনকি বিদেশের মাটিতেও তিনি ছিলেন নেত্রীর ছায়াসঙ্গী। অনেকটা প্রচারের আড়ালে থেকেই তিনি খালেদা জিয়ার প্রতিটি পদক্ষেপে পাশে থেকেছেন, যা কেবল পেশাগত দায়িত্ব নয়, বরং এক অনন্য মমত্ববোধের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

ভোলা জেলার সন্তান ফাতেমা বেগম ২০১০ সাল থেকে খালেদা জিয়ার গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। সময়ের সাথে সাথে তিনি শুধু গৃহকর্মীই থাকেননি, হয়ে উঠেছিলেন সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনের এক নির্ভরযোগ্য নির্ভরতা। চেয়ারপারসনের প্রয়োজনীয় সব কাজ গুছিয়ে রাখা এবং তাঁর ব্যক্তিগত ছোটখাটো সব বিষয়ের খেয়াল রাখতেন এই স্বল্পভাষী নারী।

ফাতেমার এই নিঃস্বার্থ ত্যাগের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় ২০১৮ সালে। দুর্নীতি মামলায় খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার পর আদালতের বিশেষ অনুমতি নিয়ে ফাতেমাও স্বেচ্ছায় কারাগারে যান। টানা প্রায় ২৫ মাস নেত্রীর সেবায় তিনি জেলখানার চার দেয়ালে বন্দি জীবন কাটিয়েছেন। নেত্রীর প্রতি এমন একনিষ্ঠ আনুগত্য রাজনৈতিক মহলে আজও বিস্ময় সৃষ্টি করে।

শুধু কারাগার নয়, রাজপথের উত্তাল আন্দোলনেও ফাতেমাকে দেখা গেছে খালেদা জিয়ার পাশে। ২০১৩ সালে যখন গুলশান কার্যালয়ের সামনে খালেদা জিয়াকে আটকে দেওয়া হয়েছিল, তখন নেত্রীর পাশে পতাকা হাতে অনড় দাঁড়িয়ে ছিলেন তিনি। এছাড়া ২০১৫ সালে টানা ৯২ দিন গুলশান কার্যালয়ে অবস্থানকালেও তিনি এক মুহূর্তের জন্য খালেদা জিয়াকে একা ফেলে যাননি।

বর্তমানে ৪০ বছর ছুঁইছুই ফাতেমা এক সন্তানের জননী। রাজধানীর শাহজাহানপুরে মা-বাবার সঙ্গে থাকতেন তিনি, পরে বিএনপির এক নেতার মাধ্যমে তাঁর যাত্রা শুরু হয় ‘ফিরোজা’র অন্দরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফাতেমার এই দীর্ঘ সঙ্গ শুধু একটি সাধারণ চাকরি নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় এক গভীর মানবিক সম্পর্কের অনন্য অধ্যায়।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে