ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সিলেট বনাম নোয়াখালী: রুদ্ধশ্বাস ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল

২০২৫ ডিসেম্বর ২৭ ২২:২৯:৫৫
সিলেট বনাম নোয়াখালী: রুদ্ধশ্বাস ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট যে চরম অনিশ্চয়তার খেলা, তার জীবন্ত প্রমাণ মিলল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। জয়-পরাজয়ের পেন্ডুলাম প্রতি মুহূর্তে দুই দিকে দুলছিল। শেষ বলে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল মাত্র ১ রান, হাতে ছিল শেষ উইকেট। পুরো স্টেডিয়াম জুড়ে তখন পিনপতন নীরবতা। সেই হাড়কাঁপানো স্নায়ুচাপ জয় করে অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে নিল সিলেট টাইটান্স। নোয়াখালী এক্সপ্রেসের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৯ উইকেট হারালেও শেষ হাসিতে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

খালেদের বোলিং তাণ্ডব ও অঙ্কনের পাল্টা লড়াইটস জিতে চায়ের দেশে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুতেই ঝড় তোলেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাঁর তুরুপের তাস পেসার খালেদ আহমেদ একাই ধসিয়ে দেন নোয়াখালীর টপ অর্ডার। মাত্র ৪ ওভারে ২৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। এক সময় ৯ রানেই ৩ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া নোয়াখালীকে একাই টেনে তোলেন মাহিদুল ইসলাম অঙ্কন। তাঁর অনবদ্য ৫১ বলে ৬১* এবং জাকের আলীর ২৯ রানের সময়োপযোগী ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানের লড়াকু স্কোর গড়ে নোয়াখালী এক্সপ্রেস।

ইমনের ব্যাটে শুরু ও শেষ ওভারের মহানাটকজবাবে ব্যাট করতে নেমে খাতা খোলার আগেই ওপেনার সাইম আইয়ুবকে হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। তবে সেই ধাক্কা সামলে পাল্টা আক্রমণ শুরু করেন পারভেজ হোসেন ইমন। তাঁর বিধ্বংসী ৪১ বলে ৬০ রানের ইনিংসটি জয়ের ভিত গড়ে দেয়। অধিনায়ক মিরাজ ৩৩ রান করে জয়ের পথ সহজ করলেও শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচটি হারের শঙ্কায় পড়ে যায়।

শেষ ওভারে জয়ের জন্য সিলেটের লক্ষ্য দাঁড়ায় ১১ রান। সাব্বির হোসেনের করা প্রথম দুই বল ডট হলে গ্যালারিতে শঙ্কার ছায়া নামে। তবে তৃতীয় বলটি ‘নো’ হওয়ার পর পাশার দান উল্টে যায়। এরপর ছক্কা ও চারের বন্যায় ম্যাচ সিলেটের নাগালে চলে আসে। পঞ্চম বলে রান আউট হলে নাটকীয়তা চরমে পৌঁছায়, তবে শেষ বলে ১ রান নিয়ে ১ উইকেটের অবিস্মরণীয় জয় নিশ্চিত করে সিলেট।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

দল রান/উইকেট ওভার সেরা পারফর্মার
নোয়াখালী এক্সপ্রেস ১৪৩/৭ ২০.০ অঙ্কন ৬১*, জাকের ২৯; খালেদ ৪/২৩
সিলেট টাইটান্স ১৪৪/৯ ২০.০ পারভেজ ইমন ৬০, মিরাজ ৩৩; রানা ৪/৩৪
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে