ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আসিফ মাহমুদের মনোনয়নপত্র কেনার গোপন খবর ফাঁস! 

২০২৫ ডিসেম্বর ২৭ ১৫:১৭:৪৯
আসিফ মাহমুদের মনোনয়নপত্র কেনার গোপন খবর ফাঁস! 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন এনসিপির স্থানীয় কর্মী রমজানুল করিম, তবে বিষয়টি অনেকটা গোপন রাখা হয়েছিল।

এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক জানিয়েছেন, আসিফ মাহমুদ তাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচনে অংশ নেবেন।

মনোনয়নপত্রে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ আছে।

এর আগে ১০ ডিসেম্বর আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এবং সেই আসনে ভোটারও হয়েছেন। তবে মুরাদনগরে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানিয়েছেন, আসিফ মাহমুদের পক্ষে কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যেহেতু আসিফ মাহমুদ নিজে উপস্থিত হননি, তাই বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি।

জেলা জুড়ে শনিবার পর্যন্ত মোট ১০৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বিএনপির জন্য সর্বাধিক ২৭টি, জামায়াতের ১১টি, স্বতন্ত্র প্রার্থীর জন্য ২১টি এবং অন্যন্য দলগুলোতে বাকি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে