ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্র অচল, একদিনেই বাতিল ১৬০০ ফ্লাইট

২০২৫ ডিসেম্বর ২৭ ২০:৩৯:৪১
ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্র অচল, একদিনেই বাতিল ১৬০০ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হওয়া তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বিমান চলাচল। প্রতিকূল আবহাওয়ার কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে, আর বহু ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যেতে পারেনি।

ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার একদিনেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে ১ হাজার ৬০০টি ফ্লাইট বাতিল করা হয়। একই দিনে দেরিতে ছাড়ে আরও প্রায় ৭ হাজার ৪০০টি ফ্লাইট।

তুষারঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিউইয়র্ক অঞ্চলের প্রধান বিমানবন্দরগুলোতে। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, নিউইয়র্ক লিবার্টি ও লা গার্ডিয়ায় ফ্লাইট সূচিতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ ছাড়া বোস্টন ও শিকাগো শহরের বিমানবন্দরেও পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ঝড়ের প্রভাব যুক্তরাষ্ট্রের সীমা ছাড়িয়ে কানাডার টরন্টোতেও অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) স্থানীয় সময় শুক্রবার বিকেল চারটা থেকে শনিবার দুপুর একটা পর্যন্ত তুষারঝড়ের সতর্কতা জারি করে। এ সময় নিউইয়র্ক ও দক্ষিণ কনেকটিকাটে সর্বোচ্চ ৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

ঝড়ের কারণে বিভিন্ন এয়ারলাইন্স বড় পরিসরে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়। জেটব্লু এয়ারওয়েজ বাতিল করে ২২৯টি ফ্লাইট। ডেলটা এয়ারলাইনসের বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়ায় ২৪১টিতে। রিপাবলিক এয়ারওয়েজ ১৮০টি এবং সাউথওয়েস্ট এয়ারলাইনস ১৫১টি ফ্লাইট বাতিল করেছে। পাশাপাশি আমেরিকান এয়ারলাইনস ও ইউনাইটেড এয়ারলাইনসও প্রায় ১০০টি করে নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে।

এ অবস্থায় বিভিন্ন বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় যাত্রীদের ফ্লাইটে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে ভারী তুষারপাতের আশঙ্কা ছিল স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে মধ্যরাত পর্যন্ত। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে চালকদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং জরুরি সরঞ্জামের কিট সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর কেথি হোচুল জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একান্ত প্রয়োজন হলে ভ্রমণের আগে যথাযথ পরিকল্পনা করা, ধীরে গাড়ি চালানো এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য পর্যাপ্ত সময় হাতে রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে