ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হাদির কবর জিয়ারত শেষে ইসিতে তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ২৭ ১২:০১:২৭
হাদির কবর জিয়ারত শেষে ইসিতে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পর শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১:৪৫ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে পৌঁছেছেন।

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের প্রার্থী হতে হলে যে কোনো এলাকার ভোটার হতে হবে। ২০০৮ সালের ছবিসহ ভোটার তালিকার সময় নানা কারণে ভোটার হতে পারেননি তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। তাই মনোনয়নপত্র দাখিলের আগেই ভোটার হওয়া বাধ্যতামূলক।

বিএনপি ইতিমধ্যেই জানিয়েছে, শনিবার তিনি ভোটার হবেন এবং তাকে বগুড়া-৬ আসনের মনোনয়ন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন তারেক রহমান। তাকে গণসংবর্ধনা দিতে পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় একটি মঞ্চ তৈরি করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বাসে মঞ্চের উদ্দেশ্যে রওনা হন এবং বিকেল ৩:৫০ মিনিটে সেখানে পৌঁছান।

বিমানবন্দরে তারেক রহমানকে দলের জ্যেষ্ঠ নেতারা স্বাগত জানান। এসময় তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং উপস্থিত সকলের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে