ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রাজশাহী বনাম সিলেট: শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

২০২৫ ডিসেম্বর ২৬ ১৮:৫৭:১৭
রাজশাহী বনাম সিলেট: শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সিলেটে চার-ছক্কার ফুলঝুরি আর গ্যালারি মাতানো উন্মাদনার মধ্য দিয়ে পর্দা উঠল বিপিএল ২০২৫-এর। উদ্বোধনী ম্যাচেই ক্রিকেটপ্রেমীরা সাক্ষী হলেন এক হাই-ভোল্টেজ থ্রিলারের। স্বাগতিক সিলেট টাইটান্সের দেওয়া ১৯১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিধ্বংসী সেঞ্চুরিতে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় উত্তরবঙ্গের দলটি।

ইমন-আফিফ ঝড়ে সিলেটের পাহাড়সম পুঁজিটসে হেরে শুরুতে ব্যাটিংয়ে নামা সিলেট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রানের এক বিশাল সংগ্রহ দাঁড় করায়। সিলেটের এই বড় সংগ্রহের নেপথ্য কারিগর ছিলেন তরুণ তুর্কি পারভেজ হোসেন ইমন। তিনি মাত্র ৩৩ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৫ রানের এক অপরাজিত টর্নেডো ইনিংস খেলেন। এছাড়া ওপেনার রনি তালুকদার (৪১) ও পাকিস্তানি রিক্রুট সাইম আইয়ুব (২৮) সিলেটকে উড়ন্ত সূচনা এনে দেন। শেষদিকে আফিফ হোসেনের ১৯ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংসটি সিলেটকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। রাজশাহীর পক্ষে লেগ স্পিনার সন্দীপ লামিছানে ২ উইকেট শিকার করেন।

শান্তর রাজকীয় শতক ও মুশফিকের ফিনিশিং১৯১ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতে তানজিদ হাসান তামিম (১০) ও সাহিবজাদা ফারহানের (২০) উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল রাজশাহী। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত আগলে রেখে পাল্টা আক্রমণ শুরু করেন। তিনি মাত্র ৫৯ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় ১০০ রানের এক অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন।

শান্তকে যোগ্য সঙ্গ দেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। এই অভিজ্ঞ ব্যাটার ৩০ বলে ৪৭ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলে অপরাজিত থাকেন। শান্ত ও মুশফিকের অবিচ্ছিন্ন জুটিতে ১৯.৪ ওভারেই ১৯২ রান তুলে জয় নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেটের হয়ে খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।

উদ্বোধনী ম্যাচেই ঝকঝকে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বিজয়ী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।সরকার/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে