ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রাজশাহী বনাম ঢাকার জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল

২০২৫ ডিসেম্বর ২৭ ১৬:৫৫:২৬
রাজশাহী বনাম ঢাকার জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১২তম আসরের তৃতীয় ম্যাচটি রূপ নেয় আবেগঘন এক পরিবেশে। ম্যাচ শুরুর আগেই সহকারী কোচ মাহবুব আলী জাকিরের আকস্মিক মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়ে ঢাকা ক্যাপিটালস শিবির। সেই মানসিক বিপর্যয়কে শক্তিতে পরিণত করেই মাঠে নামে তারা এবং রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে স্মরণীয় এক জয় তুলে নেয়। এই জয় ছিল কেবল পয়েন্ট টেবিলের হিসাব নয়, বরং প্রয়াত কোচের প্রতি নীরব শ্রদ্ধার প্রতীক।

ঢাকার বোলিং তোপে ধুঁকেছে রাজশাহী

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি রাজশাহী ওয়ারিয়র্স। ঢাকার নিয়ন্ত্রিত ও পরিকল্পিত বোলিংয়ের সামনে তাদের টপ অর্ডার দ্রুত ভেঙে পড়ে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে রাজশাহী সংগ্রহ করে মাত্র ১৩২ রান। শেষ দিকে কয়েকটি ছোট ইনিংস স্কোরবোর্ড কিছুটা সমৃদ্ধ করলেও সেটি বড় চ্যালেঞ্জ হয়ে ওঠার মতো ছিল না।

আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে লক্ষ্যে পৌঁছায় ঢাকা

১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ইতিবাচক মানসিকতা দেখায় ঢাকা ক্যাপিটালস। মাঝ ইনিংসে কয়েকটি উইকেট হারিয়ে সাময়িক চাপ তৈরি হলেও ব্যাটাররা দায়িত্বশীল ক্রিকেটে পরিস্থিতি সামাল দেন। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে নেয় তারা। হাতে থাকে আরও ৭ বল এতেই নিশ্চিত হয় ঢাকার ৫ উইকেটের জয়।

স্মৃতিতে লেখা এক জয়

ম্যাচ শেষে ঢাকার ডাগআউটে ছিল না উচ্ছ্বসিত উদযাপন; বরং ছিল সংযত আবেগ আর নীরবতা। খেলোয়াড়রা এই জয় উৎসর্গ করেন প্রয়াত সহকারী কোচ মাহবুব আলী জাকিরের স্মৃতির উদ্দেশ্যে। এই জয়ের মধ্য দিয়ে বিপিএল ২০২৫ আসরে ইতিবাচক সূচনা পেল ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে, প্রথম ম্যাচেই পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো রাজশাহী ওয়ারিয়র্সকে।সরকার/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে