ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল নিয়ে বড় ধাক্কা!

২০২৫ ডিসেম্বর ২৬ ১০:৫৫:২১
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল নিয়ে বড় ধাক্কা!

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিজীবীদের বৈষম্য নিরসন ও সুযোগ–সুবিধা বাড়ানোর লক্ষ্যে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার একটি পে কমিশন গঠন করে। ছয় মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রেখে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তী সময়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই সরকারের মেয়াদেই নবম পে-স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছিলেন।

তবে নভেম্বর মাসে তিনি জানান, সরকারি কর্মচারীদের নতুন পে কমিশন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী সরকার। এতে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরপর ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দিতে কমিশনকে আল্টিমেটাম দেন কর্মচারী নেতারা। কিন্তু এখন পর্যন্ত নবম পে-স্কেলের কোনো সুপারিশ দাখিল করা হয়নি।

এছাড়া কর্মচারীরা গত ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানালেও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে দাবি আদায়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন সরকারি কর্মচারীরা। গত ২০ ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণার কথা থাকলেও ইনকিলাব মঞ্চের নেতা শহীদ ওসমান হাদির মৃত্যুর কারণে তা স্থগিত করা হয়। আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করবেন কর্মচারী নেতারা।

কর্মচারী সংগঠনের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন বছরের শুরু থেকেই পর্যায়ক্রমে কর্মসূচি দেওয়া হবে। এর মধ্যে প্রতীকী অনশন, সমাবেশ, মহাসমাবেশ এমনকি দৈনিক এক থেকে দুই ঘণ্টার কর্মবিরতিও থাকতে পারে। নির্দিষ্ট তারিখ ও কর্মসূচি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এর আগে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জানায়, সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলার বাইরে কোনো কর্মসূচি দেওয়া হবে না। সংগঠনটির সভাপতি ওয়ারেছ আলী বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা বিধিমালা ও শৃঙ্খলার মধ্যেই কর্মসূচি পালন করব। এর বাইরে কোনো কর্মসূচি দেওয়া হবে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে