ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইউনিক হোটেলের ডিভিডেন্ড অনুমোদন

২০২৫ ডিসেম্বর ২৪ ২৩:৩৬:৩৬
ইউনিক হোটেলের ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার মালিক ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসি-এর ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২৪ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন সেলিনা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলীসহ পর্ষদের অন্যান্য সদস্য ও বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডার অনলাইনে যুক্ত ছিলেন।

সভার শুরুতে ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে তাঁর জ্যেষ্ঠ কন্যা ও পরিচালক নাবিলা আলী কোম্পানির আর্থিক সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা অর্থনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও ২০২৪-২৫ অর্থবছর-এ ইউনিক হোটেল ২৬৮ কোটি টাকা আয় করেছে। এ সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (েইপিএস) গত বছরের ৪ টাকা ৮৭ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ১৮ পয়সায় উন্নীত হয়েছে।

সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালক হিসেবে সেলিনা আলী ও খালেদ নূর-কে পুনর্নির্বাচিত করেন এবং নাবিলা আলীর পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদন করেন। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলীকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনর্নিয়োগ এবং সুলতানা আফরোজকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের প্রস্তাব পাস হয়। সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব শরীফ হাসান এফসিএস। ডিজিটাল এই আয়োজনে স্বতন্ত্র পরিচালক, অডিট কমিটির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান আর্থিক কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে