ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এজিএম স্থগিত করল তালিকাভুক্ত কোম্পানি

২০২৫ ডিসেম্বর ২৪ ১৭:১৩:০২
এজিএম স্থগিত করল তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়াইমেক্স ইলেকট্রোড লিমিটেড তাদের আসন্ন ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে যে, কিছু অপ্রত্যাশিত এবং অনিবার্য পরিস্থিতির কারণে পরিচালনা পর্ষদ এই বার্ষিক সাধারণ সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, এই সভাটি আগামী ৩০ ডিসেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বর্তমান সিদ্ধান্তের ফলে নির্ধারিত ওই তারিখে সভাটি আর অনুষ্ঠিত হচ্ছে না।

এর আগে গত ০৫ নভেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটি তাদের ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থ বছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত প্রাথমিক ঘোষণা ডিএসইর মাধ্যমে প্রকাশ করেছিল। ওই সময় এজিএমের সময় ও স্থান নির্ধারণ করা হলেও এখন তা পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে।

স্থগিত হওয়া এই ২০তম এজিএমের সংশোধিত তারিখ, সময় এবং স্থান পরবর্তীতে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে