ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জেল থেকেই ভোট দিতে পারবেন বন্দিরা; ইসির বিশেষ নির্দেশিকা

২০২৫ ডিসেম্বর ২৫ ২৩:১৯:০৭
জেল থেকেই ভোট দিতে পারবেন বন্দিরা; ইসির বিশেষ নির্দেশিকা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কারাগারে আটক বা আইনগত হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ (২০২৫ সালে সংশোধিত)-এর ১০এ বিধি অনুযায়ী, নিবন্ধিত ভোটার এমন বন্দিরা 'ইন-কন্ট্রি পোস্টাল ভোটিং পদ্ধতির মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচন কমিশনের ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই নির্দেশনার চিঠি গত বুধবার কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) কাছে পাঠানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, কারাগারে থাকা বন্দিদের ভোটার হিসেবে তালিকাভুক্ত করার অনুমোদন দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগ্রহীদের নির্দিষ্ট ওয়েব পোর্টালের (https://prisoner.ocv.gov.bd/login) মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়া ব্যবস্থাপনার জন্য প্রতিটি কারাগারে দুইজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। নিবন্ধন শেষে যাচাইকৃত তালিকা নির্বাচন কমিশনে পাঠানোর পাশাপাশি ডিজিটাল ফরম্যাটে তথ্য আপলোড করতে হবে।

ভোটপ্রক্রিয়া সম্পর্কে ইসি জানিয়েছে, যোগ্য বন্দিরা কর্তৃপক্ষের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ের সরঞ্জাম পাবেন। এতে সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা দুটি ব্যালট পেপার, নির্দেশিকা, ঘোষণা ফরম এবং রিটার্নিং অফিসারের ঠিকানাসহ একটি খাম থাকবে। ব্যালট পেপারে কোনো প্রার্থীর নাম থাকবে না, কেবল নির্ধারিত প্রতীকগুলো থাকবে। তাই ভোট দেওয়ার সুবিধার্থে কারা কর্তৃপক্ষ ভোটারদের চূড়ান্ত প্রার্থী তালিকা (নাম ও প্রতীকসহ) সরবরাহ করবে।

ভোট দেওয়ার ক্ষেত্রে ব্যালটে পছন্দের প্রতীকের পাশের ঘরে টিক (✓) বা ক্রস (x) চিহ্ন ব্যবহার করতে হবে। একই পদ্ধতি অনুসরণ করতে হবে গণভোটের 'হ্যাঁ' বা 'না' বাক্সের ক্ষেত্রেও। ভোট দেওয়ার আগে ভোটারকে তাঁর নাম ও এনআইডি নম্বরসহ ঘোষণা ফরমে স্বাক্ষর করতে হবে। এরপর ব্যালটগুলো পৃথক খামে ভরে সিলগালা করে ঘোষণা ফরমসহ বড় হলুদ খামে ভরে নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে।

কারা কর্তৃপক্ষ এসব সিলগালা করা খামগুলো সংগ্রহ করে নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে পাঠানোর ব্যবস্থা করবে। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, এই পোস্টাল ব্যালট পাঠানোর জন্য ভোটারদের কোনো খরচ করতে হবে না; ডাকমাশুলের যাবতীয় ব্যয় বাংলাদেশ সরকার বহন করবে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে