ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মাকে দেখে গুলশানের বাসভবনে তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ২৫ ২১:৩৫:২৯
মাকে দেখে গুলশানের বাসভবনে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর প্রথম দিনটি ব্যস্ততা ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে পার করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি গুলশানের নিজ বাসভবনে (বাসা নম্বর-১৯৬) পৌঁছান। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁর গাড়িবহর গুলশানে পৌঁছালে রাস্তার দুই পাশে অপেক্ষমাণ হাজার হাজার নেতাকর্মী ‘স্বাগতম তারেক রহমান’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

এর আগে বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে তিনি সরাসরি হাসপাতালে যান। সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। সেখানে তিনি তাঁর অসুস্থ মা বেগম খালেদা জিয়ার শয্যাপাশে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসকদের কাছ থেকে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। তারেক রহমান পৌঁছানোর কিছুক্ষণ আগেই তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান হাসপাতালে পৌঁছেছিলেন।

উল্লেখ্য, আজ বিকেল পৌনে চারটার দিকে লাল-সবুজ রঙে সজ্জিত একটি বিশেষ বাসে চড়ে তারেক রহমান সংবর্ধনাস্থলে পৌঁছান। বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার প্রায় চার ঘণ্টা পর তিনি সেখানে পৌঁছাতে সক্ষম হন, কারণ পুরো রাস্তা জুড়ে ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। সেখানে সমবেত লাখো মানুষের উদ্দেশে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান অত্যন্ত আবেগপ্লুত কণ্ঠে বলেন, “প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।” দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর দেশে ফিরে প্রথম দিনেই তিনি রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পারিবারিক ও মানবিক দায়িত্ব পালনে গুরুত্ব দেন। তাঁর এই প্রত্যাবর্তনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে