ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সাধারণ বীমায় এজেন্ট কমিশন বন্ধ; নতুন বছরে বীমা খাতে বড় সংস্কার

২০২৫ ডিসেম্বর ২৪ ২২:৪৯:৫৭
সাধারণ বীমায় এজেন্ট কমিশন বন্ধ; নতুন বছরে বীমা খাতে বড় সংস্কার

নিজস্ব প্রতিবেদক: দেশের সাধারন বীমা বা নন-লাইফে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইডরা)। আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে নন-লাইফ বীমা খাতে সব ধরনের ব্যক্তিগত এজেন্ট লাইসেন্স স্থগিত করা হয়েছে। এর ফলে এই খাতে কমিশন প্রদানের দীর্ঘদিনের প্রচলিত প্রথা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। গত ২৩ ডিসেম্বর ইডরা কর্তৃক জারি করা এক সার্কুলারের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ইডরা জানিয়েছে, বীমা আইন ২০১০-এর ৫৮(১) ধারা অনুযায়ী বৈধ লাইসেন্সধারী এজেন্ট বা ব্রোকার ছাড়া অন্য কাউকে কমিশন দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। যেহেতু ১ জানুয়ারি থেকে কোনো ব্যক্তিগত এজেন্ট লাইসেন্স কার্যকর থাকবে না, তাই বীমা কোম্পানিগুলো কাউকে কমিশন বা পারিশ্রমিক দিতে পারবে না। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং অধিকাংশ বীমা কোম্পানির সুপারিশ ও সম্মতির ভিত্তিতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ব্যাংক-অ্যাসুরেন্স এবং ইনশিওরটেক অপারেটরদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

নতুন নিয়মে উন্নয়ন কর্মকর্তাদের বেতন বা ভাতাও এখন থেকে প্রিমিয়াম সংগ্রহের ওপর ভিত্তি করে শতাংশ হারে নির্ধারণ করা যাবে না। চুক্তিভিত্তিক নিয়োগ ছাড়া অন্য সব কর্মকর্তাদের নির্ধারিত পে-স্কেল অনুযায়ী বেতন দিতে হবে এবং তা অবশ্যই ব্যাংক ট্রান্সফার বা অ্যাকাউন্ট পেয়ী চেকের মাধ্যমে প্রদান করতে হবে। ইডরা মনে করে, এই সিদ্ধান্তের ফলে বাজারে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা কমবে, বীমা কোম্পানিগুলোর আর্থিক ভিত মজবুত হবে এবং তারা বিনিয়োগকারীদের আরও বেশি ডিভিডেন্ড দিতে সক্ষম হবে।

এই সিদ্ধান্তের পরপরই বিভিন্ন বীমা কোম্পানি একে স্বাগত জানিয়েছে। পিপলস ইন্স্যুরেন্স পিএলসি এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, তারা ইতিমধ্যে তাদের প্রধান কার্যালয় ও সব শাখা অফিসে এই নির্দেশনা কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছে।

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, কমিশন প্রথা বিলুপ্ত হলে বীমা কোম্পানিগুলোর অনিয়ম কমবে এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। শেয়ারবাজার-এ তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই সংস্কারমূলক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে