ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কারাগারে আতাউর রহমান বিক্রমপুরী

২০২৫ ডিসেম্বর ২৪ ১৬:৩৮:৫৮
কারাগারে আতাউর রহমান বিক্রমপুরী

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে নরসিংদী থেকে আটক হয়েছেন আতাউর রহমান বিক্রমপুরী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আগে থেকেই তিন মাসের ডিটেনশন আদেশ কার্যকর ছিল।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিকে প্রাথমিক প্রক্রিয়া শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আবেদনের পরিপ্রেক্ষিতেই ডিবি এ অভিযান চালায়। জিএমপির পক্ষ থেকে আতাউর রহমান বিক্রমপুরীর বিরুদ্ধে থাকা আটকাদেশ কার্যকরের জন্য ডিএমপির সহায়তা চাওয়া হয়েছিল।

ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারের পরপরই আতাউর রহমানকে গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে তোলা হতে পারে।

পুলিশ বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আতাউর রহমান বিক্রমপুরীর বিরুদ্ধে ডিটেনশন আদেশ জারি করা হয়েছিল এবং সেই আদেশ বাস্তবায়নের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লা আল মামুন জানিয়েছেন, আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ রাখা হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে