ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমানের জন্য ব্যতিক্রমী ভালোবাসা

২০২৫ ডিসেম্বর ২৫ ১১:১৯:৪২
তারেক রহমানের জন্য ব্যতিক্রমী ভালোবাসা

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে এসেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG-202 (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার)–এ করে তারেক রহমান ও তার পরিবার দেশে ফেরেন। দেশের আকাশে প্রবেশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে।”

তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা ‘৩০০ ফিট’ নামে পরিচিত, সেখানে নির্মাণ করা হয়েছে সংবর্ধনা মঞ্চ। সেখানে আগে থেকেই জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। জাতীয় ও দলীয় পতাকা, স্লোগান ও প্ল্যাকার্ডে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।

এই সংবর্ধনাস্থলেই দেখা যায় একটি ব্যতিক্রমী ও আলোচিত দৃশ্য। শেরপুর থেকে আগত অটোচালক মো. রিয়াজ উদ্দিন কাঁধে করে নিয়ে এসেছেন প্রায় ৫০ কেজি ধান। শীতের রাতে খালি গায়ে রাস্তায় দাঁড়িয়ে তিনি পুরো রাত কাটিয়েছেন।

রিয়াজ উদ্দিন বলেন, “শেরপুর থেকে এসেছি শুধু প্রিয় নেতাকে দেখব বলে। কাঁধে প্রায় ৫০ কেজি ধান নিয়ে সারা রাত খালি গায়ে রাস্তায় কাটিয়েছি। আমার কোনো শীত লাগেনি। উলটো গরম লাগছে। আমার নেতা আসছেন, শীত আবার কিসের? তাকে না দেখে এখান থেকে যাব না। ধানগুলো তারেক রহমানকে দিতে চাই।”

এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমান।

বিমানবন্দরে পৌঁছানোর পর ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে স্বাগত জানানোর কথা রয়েছে। এরপর তিনি সংবর্ধনাস্থলে গিয়ে নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

পরবর্তীতে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলী মোড় অতিক্রম করে গুলশান-২–এ তার বাসভবনে ফিরবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে