ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মশাল হাতে আ. লীগের ঝটিকা মিছিল

২০২৫ ডিসেম্বর ২৬ ১০:৪০:৩৮
মশাল হাতে আ. লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গভীর রাতে মশাল হাতে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে হঠাৎ ব্যানার ও পোস্টার নিয়ে এ মিছিল বের করা হয়।

মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল— “অবৈধ ইউনূস সরকারের ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও ও অবৈধ তফসিলের বিরুদ্ধে মশাল মিছিল। আয়োজনে তৃণমূল আওয়ামী লীগ, গোসাইরহাট, শরীয়তপুর।” মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোসাইরহাট উপজেলায় প্রকাশ্যে এ ধরনের রাজনৈতিক কর্মসূচি এই প্রথম দেখা গেল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা।

স্থানীয় সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর গোসাইরহাটে আওয়ামী লীগের কার্যক্রম অনেকটাই নিষ্ক্রিয় ছিল। এর মধ্যেই রাতের আঁধারে মশাল হাতে মিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন স্থানে দলীয় স্লোগানসংবলিত ব্যানার বহন করা হয়।

তবে মিছিলে কোনো শীর্ষস্থানীয় নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখ ছিল মুখোশ বা কাপড়ে ঢাকা। পোস্টারগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পানিসম্পদমন্ত্রী আব্দুর রাজ্জাক ছাড়া অন্য কোনো নেতার নাম বা ছবি ছিল না। মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে দেখা যায়। এ সংক্রান্ত ছবি ও ভিডিও আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ছাত্রদলের এক নেতা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার নিয়ে যারা মিছিল করে গোসাইরহাটের শান্ত পরিবেশ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় কোনো অপ্রীতিকর ঘটনার দায় প্রশাসনকে নিতে হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে