ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আজ যেসব কর্মসূচিতে তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ২৬ ১০:৩৬:০৪
আজ যেসব কর্মসূচিতে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে কয়েক দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এর অংশ হিসেবে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব কর্মসূচির কথা জানান। একই সঙ্গে তিনি শনিবারের (২৭ ডিসেম্বর) কর্মসূচিও ঘোষণা করেন।

শনিবার তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবরে জিয়ারত করবেন। এরপর তিনি ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রমে অংশ নেবেন। পরে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের খোঁজ নিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনে যাবেন।

তবে তারেক রহমান নির্বাচন কমিশনে নাকি থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হবেন—এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, তারেক রহমান কখন ও কোথায় ভোটার হবেন সে বিষয়ে কমিশনের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

উল্লেখ্য, আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে আহত অনেক ব্যক্তি এখনও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে