ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এবার ডাকসু নেত্রী সেই তন্বীর বিয়ে

২০২৫ ডিসেম্বর ২৫ ২৩:১৫:১৪
এবার ডাকসু নেত্রী সেই তন্বীর বিয়ে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সানজিদা আহমেদ তন্বী জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন। সহযোদ্ধা ও বন্ধুদের ভিড়ে ডাকসুর জিএস এসএম ফরহাদ এবং এজিএস মহিউদ্দীন খানের বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার তন্বীর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবর সামনে এলো।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তন্বী নিজেই তাঁর জীবনের এই বড় সিদ্ধান্তের কথা জানান। এক আবেগঘন পোস্টে তিনি নিশ্চিত করেন যে, পেশায় সাংবাদিক জিহাদ আবদুল্লাহর সঙ্গেই তিনি ঘর বেঁধেছেন। সম্পর্কের শুরু থেকে পরিণয় পর্যন্ত যাত্রার নানা টুকরো স্মৃতি তিনি তাঁর অনুসারীদের সঙ্গে শেয়ার করেছেন।

নিজের পোস্টে তন্বী লিখেছেন, তাঁদের সম্পর্কের শুরুটা যেন বিধাতা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। বন্ধুদের সঙ্গে কাটানো প্রথম আড্ডার স্মৃতি, ছোট ছোট বিষয়ে একীভূত হওয়া এবং নিজের ছটফটে স্বভাবকে জীবনসঙ্গীর কাছে নিঃসংকোচে মেলে ধরার সেই সাবলীল দিনগুলোর কথা তিনি পরম মমতায় স্মরণ করেন। কখন যে ভালো লাগা প্রেমে রূপ নিয়েছে তা বলতে না পারলেও, জিহাদই তাঁর যোগ্য জীবনসঙ্গী—তা বোঝার মুহূর্তটি আজও তাঁর কাছে অমলিন।

তন্বীর মতে, সময়ের পরিক্রমায় জিহাদ নিজের ভালোবাসাকে অত্যন্ত নিখাদভাবে প্রমাণ করেছেন। জীবনের কঠিন সময়ে ভয় আর অনিশ্চয়তা যখন গ্রাস করতে চায়, তখন মাত্র একটি ফোন কলের দূরত্বে প্রিয় মানুষটিকে পাওয়ার আশ্বাসে তিনি গভীর প্রশান্তি খুঁজে পান। পৃথিবীর সব ভার যখন অসহ্য মনে হয়, তখন এই মানুষটি পাশে থাকার প্রতিশ্রুতিই তাঁকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়।

সেই গভীর বিশ্বাসের ওপর ভর করেই তন্বী ও জিহাদ এখন থেকে একই ছাদের নিচে বসবাসের শপথ নিয়েছেন। নিজের জীবনসঙ্গীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডাকসুর এই নেত্রী বলেন, জীবনের বাকি প্রতিটি দিন তিনি বারবার জিহাদকেই নিজের সঙ্গী হিসেবে বেছে নিতে চান। তন্বীর এই খুশির খবরে তাঁর রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, সানজিদা আহমেদ তন্বী গত বছরের ১৫ জুলাই ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় গুরুত্বর আহত হয়ে দেশজুড়ে আলোচনায় আসেন। রক্তাক্ত অবস্থায় তাঁর সেই সাহসী ছবি শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল। পরবর্তীতে ডাকসু নির্বাচনে কোনো প্যানেল ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে ১১ হাজার ৭৭৭ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হন তিনি।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে