ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

অবশেষে একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের স্বস্তির খবর

২০২৫ ডিসেম্বর ২৫ ২২:৫৭:০০
অবশেষে একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের স্বস্তির খবর

নিজস্ব প্রতিবেদক: একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের সাধারণ আমানতকারীদের জন্য অবশেষে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী সপ্তাহের শুরুতেই এসব ব্যাংকে আটকে থাকা অর্থ ফেরতের আনুষ্ঠানিক প্রক্রিয়া চালু হচ্ছে। প্রথম ধাপে আমানত বিমা ব্যবস্থার আওতায় একজন গ্রাহক এককালীন সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এই সুবিধার আওতায় যেসব ব্যাংকের গ্রাহকরা পড়ছেন, সেগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। দীর্ঘ সময় ধরে এসব ব্যাংকের গ্রাহকরা তাঁদের আমানত নিয়ে চরম অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, আমানত ফেরতের ক্ষেত্রে যেসব প্রশাসনিক ও আইনি জটিলতা ছিল, সেগুলো সম্প্রতি নিষ্পত্তি করা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহের সোমবার অথবা মঙ্গলবার থেকেই মাঠপর্যায়ে গ্রাহকদের টাকা পরিশোধ শুরু করা সম্ভব হবে। পুরো প্রক্রিয়াটি বাংলাদেশ ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে আমানত বিমা স্কিমের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

ব্যাংক সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, গ্রাহকরা তাঁদের হিসাব পরিচালনাকারী নিজ নিজ শাখা থেকেই এই অর্থ তুলতে পারবেন। তবে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। কোনো গ্রাহকের যদি একই ব্যাংকে একাধিক হিসাব থাকে, তাহলে সব হিসাব মিলিয়ে তিনি একবারই সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করতে পারবেন। তবে ভিন্ন ভিন্ন ব্যাংকে হিসাব থাকলে, প্রতিটি ব্যাংক থেকেই আলাদাভাবে নির্ধারিত অঙ্ক উত্তোলনের সুযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই পাঁচটি ইসলামী ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ আমানতকারীর অর্থ জমা রয়েছে। এসব আমানতের মোট পরিমাণ আনুমানিক ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। অন্যদিকে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিপুল ঋণের বড় একটি অংশ বর্তমানে খেলাপিতে পরিণত হয়েছে, যা ব্যাংকগুলোর তীব্র তারল্য সংকটের অন্যতম কারণ। যদিও সেই সংকট পুরোপুরি কাটেনি, তবে কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের ফলে সাধারণ ও ক্ষুদ্র আমানতকারীদের দীর্ঘদিনের দুশ্চিন্তা অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে