ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সিটি গ্রুপের হাত ধরে উৎপাদনে ফিরছে রহিমা ফুড

২০২৫ ডিসেম্বর ২১ ১৩:৪৬:৩১
সিটি গ্রুপের হাত ধরে উৎপাদনে ফিরছে রহিমা ফুড

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য সুখবর নিয়ে এলো দীর্ঘাদিন ব্যবসায়িক সংকটে থাকা রহিমা ফুড করপোরেশন লিমিটেড। দীর্ঘ বিরতির পর আবারও উৎপাদন কার্যক্রম শুরু করার চূড়ান্ত পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। গত কয়েকমাস ধরে কারখানা বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়লেও এখন দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ‘সিটি গ্রুপ’-এর সাথে চুক্তিভিত্তিক উৎপাদনের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।

রোববার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে রহিমা ফুড জানায়, গত ১৮ ডিসেম্বর তাদের পরিচালনা পর্ষদ ‘সিটি এডিবল অয়েল লিমিটেড’-এর সাথে পাঁচ বছর মেয়াদী একটি সমঝোতা চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তির ফলে রহিমা ফুড তাদের বিদ্যমান কারখানার বোতলজাতকরণ সক্ষমতা ব্যবহার করে সিটি এডিবল অয়েলের বিভিন্ন পণ্য উৎপাদন করবে। নতুন কোনো বড় মূলধনী বিনিয়োগ ছাড়াই নিজস্ব সক্ষমতা কাজে লাগিয়ে আয়ের ধারায় ফেরার এই পথ বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে অবস্থিত রহিমা ফুডের কারখানাটি চলতি বছরের মাঝামাঝি সময়ে অচল হয়ে পড়ে। জুলাই মাসে নারিকেল তেল প্ল্যান্ট এবং আগস্টে কাজু বাদাম প্রক্রিয়াকরণ ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়ে সব কার্যক্রম। এর নেতিবাচক প্রভাব পড়েছিল কোম্পানির আর্থিক প্রতিবেদনেও। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির আয় পূর্ববর্তী বছরের তুলনায় ৭৭ শতাংশ কমে মাত্র ৬৭ লাখ টাকায় নেমে আসে এবং ১০ লাখ টাকা লোকসান গুণতে হয়।

তবে সিটি গ্রুপের সাথে এই কৌশলগত চুক্তির খবর বাজারে আসার পরপরই রহিমা ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আজ ডিএসইতে লেনদেন শুরু হওয়ার পর থেকে বেলা ১২টা পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম ৪ দশমিক ১২ শতাংশ বা ৫ টাকা ৭০ পয়সা বেড়ে ১৪৪ টাকায় উন্নীত হয়েছে। এই সময়ের মধ্যে প্রায় ৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে ডিএসইর শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে রহিমা ফুড। বাজার বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তির ফলে কোম্পানিটির দীর্ঘদিনের লোকসানি বৃত্ত থেকে বেরিয়ে আসার পথ সুগম হলো।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনিয়োগকারীর কথা এর সর্বশেষ খবর

বিনিয়োগকারীর কথা - এর সব খবর



রে