ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ডিএসইতে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের চমক

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৬:৩১:৫৬
ডিএসইতে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের চমক

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ছোট মূলধনের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন) দীর্ঘদিন ধরে আর্থিক দুর্বলতার সম্মুখীন। যদিও কোম্পানি সামান্য মুনাফা করেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা নিয়ে স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

গত এক মাসে আইএসএন-এর শেয়ারের দর প্রায় আড়াই গুণ বেড়ে ৪২ টাকা ৪০ পয়সা থেকে ১১৩ টাকা ৫০ পয়সায় পৌঁছেছে। এই অস্বাভাবিক দরবৃদ্ধিতে অনেক বিনিয়োগকারী কোটি টাকার বেশি লাভ করেছেন। তবে বাজার বিশ্লেষকরা সতর্ক করছেন, এই উত্থান গুজব বা অজানা তথ্যের ওপর ভিত্তি করে হতে পারে, যা ভবিষ্যতে বিনিয়োগকারীদের জন্য ক্ষতির কারণ হতে পারে।

অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, “উচ্চ দামে শেয়ার কেনা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। যারা গুজবে বিনিয়োগ করছেন, তাদের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি।”

আইএসএন-এর পরিশোধিত মূলধন মাত্র ১১ কোটি টাকা হলেও, কোম্পানি দীর্ঘদিন ধরে আর্থিক ঘাটতির মধ্যে রয়েছে। ২০২০-২১ অর্থবছরে প্রায় ৯ কোটি টাকার লোকসান হয়েছে। সাম্প্রতিক সময়ে সামান্য মুনাফা হলেও, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে প্রায় ১৯ লাখ টাকা লোকসান গুনেছে।

ডিভিডেন্ডহিসেবে কোম্পানি গত বছর মাত্র ০.৫%ক্যাশডিভিডেন্ড দিয়েছে, যা আগের বছরের তুলনায় কম। এছাড়া, অনেক সময়ডিভিডেন্ড পুরো অংশ বিনিয়োগকারীদের দেওয়া হয়নি।

কোম্পানির মোট শেয়ারের প্রায় ৬৮.৭৪% সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকলেও, উদ্যোক্তা ও পরিচালকরা মাত্র ২১.৪৭% শেয়ার ধরে রেখেছেন। ফলে কোম্পানির আর্থিক সংকট বা অবসায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ বিনিয়োগকারীরা।

বিএসইসি ইতিমধ্যেই ঢাকা স্টক এক্সচেঞ্জকে আইএসএনের শেয়ারদর বৃদ্ধির কারণ অনুসন্ধানে নির্দেশ দিয়েছে। ডিএসই নিয়মিত সতর্কবার্তা প্রদান করলেও, শেয়ারদর বাড়তে থাকে। বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম জানিয়েছেন, তদন্ত শেষে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনিয়োগকারীর কথা এর সর্বশেষ খবর

বিনিয়োগকারীর কথা - এর সব খবর



রে