ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হাদির অবস্থা আশঙ্কাজনক

২০২৫ ডিসেম্বর ১৭ ২৩:০২:৫৪
হাদির অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খোঁজ নিতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান হাসপাতালে গেছেন।

বুধবার তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সরাসরি উপস্থিত হয়ে হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান ফোনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে হাদির চলমান চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি জানান, শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে