ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বইমেলার তারিখ ঘোষণা করল বাংলা একাডেমি

২০২৫ ডিসেম্বর ১৭ ২২:৫৩:৫৪
বইমেলার তারিখ ঘোষণা করল বাংলা একাডেমি

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা–২০২৬, যা চলবে ১৫ মার্চ পর্যন্ত। দীর্ঘ আলোচনা শেষে বইমেলার নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

বুধবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার মূল উদ্দেশ্য ছিল আসন্ন বইমেলার সময় নির্ধারণ ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনা।

বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়র প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদসহ একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, অমর একুশে বইমেলা আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এবং মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, ২০২৬ সালের বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হয়ে ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে প্রকাশক ও লেখকদের তীব্র আপত্তির মুখে ঘোষণার ১০ দিনের মাথায় সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে