ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মা-মেয়ে হ'ত্যার চাঞ্চল্যকর তথ্য দিল আটক গৃহকর্মী

২০২৫ ডিসেম্বর ১০ ১৬:৩০:২৬
মা-মেয়ে হ'ত্যার চাঞ্চল্যকর তথ্য দিল আটক গৃহকর্মী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা–মেয়েকে হত্যা করে পালিয়ে যাওয়া গৃহকর্মী আয়েশা অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। কয়েক দিন ধরে আত্মগোপনে থাকা এই তরুণীকে ঝালকাঠির নলছিটিতে দাদা শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, চুরি করে পালাতে বাধা দেওয়ায় হত্যাকাণ্ড ঘটিয়েছে আয়েশা।

বুধবার (১০ ডিসেম্বর) মোহাম্মদপুর থানা–পুলিশ প্রযুক্তিগত তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তার অবস্থান শনাক্ত করে। পরে নলছিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় আয়েশার স্বামী রাব্বি সিকদারও তার সঙ্গে ছিলেন; তাকেও হেফাজতে নেওয়া হয়েছে। আয়েশার বাড়ি নরসিংদীর সলিমগঞ্জে। তিনি সাভারের হেমায়েতপুরে স্বামীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের এএসপি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্ত আয়েশা প্রথমে তাদের নজর এড়াতে পরিচয় গোপন করে ঘোরাফেরা করছিল। তার বর্তমান ঠিকানা অনুসন্ধান করে পুলিশ প্রথমে তার মায়ের সঙ্গে যোগাযোগ করে। পরে নিশ্চিত হয় যে, আয়েশা ও তার স্বামী ঝালকাঠিতে আত্মীয়ের বাড়িতে অবস্থান করছে। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা জানায়, হত্যার আগের দিন বাসা থেকে কিছু মালামাল চুরি হয়েছিল। পরদিন বাসার ডেট নিয়ে বের হওয়ার সময় লায়লা আফরোজ তাকে বলে, ‘চেক করব, পুলিশ ডাকব।’ এতে ক্ষিপ্ত হয়ে আয়েশা ছুরি দিয়ে মা লায়লাকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে এবং তার মেয়ে নাফিসা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে। পরে বাসা থেকে দুটি ল্যাপটপ ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, পালানোর পর আয়েশা তার স্বামীকে ঘটনাটি জানায়। গণমাধ্যমে খবর প্রচারিত হলে আতঙ্কে রাব্বি স্ত্রীকে সন্তানসহ নলছিটিতে নিয়ে পালিয়ে যায়। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাসা থেকে নেওয়া দুটি ল্যাপটপের একটি বিক্রি করা হয়েছে এবং অন্যটি উদ্ধার করা গেছে। পুলিশ বলছে, বিক্রি করা ল্যাপটপও শিগগির উদ্ধার করা হবে। চুরি করা মোবাইল ফোনটি পানিতে ফেলে দিয়েছে বলে স্বীকার করেছে আয়েশা।

এর আগে সোমবার সপ্তম তলার ওই বাসায় লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসাকে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত নাফিসাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে বাসায় ঢোকেন আয়েশা এবং সকাল ৯টা ৩৫ মিনিটে স্কুল ড্রেস পরে বেরিয়ে যান। বাথরুমের বালতি থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দুটি ছুরি।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে