ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে

২০২৫ ডিসেম্বর ১০ ১১:৫৩:৩৫
প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিদেশে অবস্থানরত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ইতিমধ্যেই প্রায় ২ লাখ ৯২ হাজার প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৯ হাজার ৫৯৪ এবং নারী ভোটার ২২ হাজার ৭৫৮। বুধবার সকাল ১১টা পর্যন্ত ইলেকশন কমিশনের পোস্টাল ব্যালট অ্যাপ থেকে এই তথ্য পাওয়া গেছে।

নিবন্ধিত প্রবাসীদের পোস্টাল ব্যালট মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে তাদের ঠিকানায় পাঠানো শুরু হয়েছে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা এবং ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তারা ভোট দিতে পারবেন। এই ব্যবস্থায় অংশগ্রহণের জন্য নিবন্ধন আবশ্যক। নিবন্ধন প্রক্রিয়া ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশের ঠিকানায় থেকে ভোট দিতে পারবেন। এই দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ভোট প্রদান করার পর রিটার্ন খামে করে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী ভোটারদের সংখ্যা আরও বাড়িয়ে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা হবে। ইসি আশা করছে, প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারের ভোট সংগ্রহের লক্ষ্য অর্জন সম্ভব হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে