ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৩০০ ফিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

২০২৫ ডিসেম্বর ১০ ১১:৫২:১৩
৩০০ ফিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় মধ্যরাতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ওভারটেকের সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দিলে উল্টে যায় একটি ডিমবাহী পিকআপ। এতে সড়কেই নষ্ট হয়ে যায় কয়েক হাজার ডিম।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পূর্বাচল সড়কের বসুন্ধরা আবাসিক এলাকার সংলগ্ন অংশে।

পুলিশ জানায়, গাজীপুর থেকে ঢাকামুখী ডিমবাহী পিকআপটি স্বাভাবিক গতিতে চলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে এসে একটি প্রাইভেটকার সেটিকে ওভারটেক করার চেষ্টা করে। কিন্তু চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং প্রাইভেটকারটি সরাসরি পিকআপকে ধাক্কা দেয়।

ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে পিকআপটি সড়ক বিভাজকের পাশেই উল্টে পড়ে। এতে গাড়িতে থাকা সব ডিম ছড়িয়ে পড়ে রাস্তায় এবং ভেঙে নষ্ট হয়ে যায়।

অন্যদিকে প্রাইভেটকারটি ধাক্কার পর উঠে যায় সড়ক বিভাজকের ওপর। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে