ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

'আমরা ঋণের ফাঁদে পড়েছি; স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়'

২০২৫ ডিসেম্বর ০৮ ১৭:১৫:৫৯
'আমরা ঋণের ফাঁদে পড়েছি; স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়'

নিজস্ব প্রতিবেদক: 'আমরা ইতিমধ্যেই ঋণের ফাঁদে পড়েছি; এ সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়।' দেশের ঋণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করতে গিয়ে এমন মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি আরও সতর্ক করে বলেছেন, কর-রাজস্ব সংগ্রহ ও ঋণ ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ ছাড়া দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে আয়োজিত ‘বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫’ ও ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ প্রকাশ ও উপস্থাপন উপলক্ষে সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এছাড়া উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, ঋণের ফাঁদে পতিত হওয়া দেশের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে। সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ঋণের বোঝা বাড়লে পুনরায় ঋণ পরিশোধের চাপ সৃষ্টি হবে। ইতিমধ্যেই বাজেটের বড় অংশ ঋণের সুদ ও সরকারি কর্মচারীর বেতন-ভাতায় ব্যয় হচ্ছে, যার কারণে কৃষি ও শিক্ষা খাত পিছিয়ে পড়ছে।

এনবিআর চেয়ারম্যান আরও জানান, কয়েক বছর আগে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশের বেশি ছিল, বর্তমানে তা ৭ শতাংশের ঘরে এসে দাঁড়িয়েছে। এর মূল কারণ হলো জিডিপির সব খাত থেকে রাজস্ব সংগ্রহ সম্ভব হচ্ছে না। তিনি জানান, এনবিআরকে দুই ভাগে ভাগ করা হচ্ছে এবং দুইজন সচিবের নেতৃত্বে কাজ শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংকের সংযুক্তিকরণের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। ডিপোজিট গ্যারান্টি ১ লাখ টাকা থেকে ২ লাখ টাকা করা হয়েছে। এক-দুই সপ্তাহের মধ্যে আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন। এই উদ্যোগের ফলে প্রায় ৭৬ লাখ পরিবার সুবিধা পাবে। নতুন ব্যাংক প্রথম বা দ্বিতীয় বছরেই মুনাফার মুখ দেখতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে