ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আমীর খসরু

২০২৫ ডিসেম্বর ০৬ ১৫:১৯:১৫
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, “তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। সব প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এবং তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দেবেন।”

তিনি আরও উল্লেখ করেন, দলের পক্ষ থেকে তারেক রহমানের প্রত্যাবর্তনের জন্য সব ব্যবস্থাই চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, “তিনি যেকোনো সময় দেশে ফিরে আসতে পারেন। কিছু গোষ্ঠী নানা গুঞ্জন ছড়ালেও বিএনপি নেতৃত্ব ফেরার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা দাবি করেন, আসন্ন নির্বাচনে তারেক রহমানই দলের নেতৃত্বের কেন্দ্রবিন্দু হবেন এবং তার প্রতি দলের প্রত্যাশা অনেক বেশি।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে