ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার ব্যাপারে সর্বশেষ যা জানা গেল

২০২৫ ডিসেম্বর ০৬ ১৪:৪১:২৯
বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার ব্যাপারে সর্বশেষ যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে কি না—এ বিষয়ে শনিবার (৬ ডিসেম্বর) রাতেই সিদ্ধান্ত জানাবে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, বোর্ডের অনুমোদনের ওপরই নির্ভর করছে তার বিদেশ যাত্রা।

সূত্রটি আরও জানায়, মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই দেশে এসে পৌঁছাবে এয়ার অ্যাম্বুলেন্স। খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।

এদিকে ঢাকাস্থ কাতার দূতাবাস নিশ্চিত করেছে যে কাতারের আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবারই ঢাকায় আসছে। বিমানটি বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডনে নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় যাত্রা স্থগিত হয়। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যার কারণে অ্যাম্বুলেন্সটি আসতে পারেনি। তবে সব ঠিক থাকলে শনিবার তা ঢাকায় পৌঁছাবে। তিনি আশা প্রকাশ করেন, মেডিকেল বোর্ড অনুমতি দিলে এবং শারীরিক অবস্থা অনুকূলে থাকলে বেগম খালেদা জিয়া রোববার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এখনো তিনি সেখানেই চিকিৎসাধীন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে