ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখে যা বললেন শফিকুর রহমান

২০২৫ ডিসেম্বর ০৪ ১০:৪৪:২৯
খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখে যা বললেন শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে হাসপাতাল পরিদর্শনের পর দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন।

ডা. শফিকুর রহমান লিখেন,“বর্ষিয়ান এই রাজনৈতিক নেত্রী গুরুতর অসুস্থতার মধ্য দিয়ে সময় পার করছেন। দেশ-বিদেশের অসংখ্য মানুষের মতো আমিও মহান আল্লাহর কাছে দোয়া করছি—তিনি যেন খালেদা জিয়াকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন ও সুস্থ অবস্থায় জনগণের মাঝে ফিরিয়ে দেন।”

তিনি আরও বলেন,“সুস্থতা আল্লাহর এক বিশেষ নিয়ামত; তিনি চাইলে যেকোনো সময় সুস্থতা দান করতে পারেন। আমি প্রার্থনা করছি, আল্লাহ তার পরিবারের সদস্যদেরও ধৈর্য ধারণের তাওফিক দান করুন। দেশবাসীর কাছে অনুরোধ—ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনারাও তার সুস্থতার জন্য দোয়া করবেন।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে