ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তালাকের পর আবারো এক হলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার 

২০২৫ ডিসেম্বর ০৩ ০৯:০২:২৭
তালাকের পর আবারো এক হলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার 

নিজস্ব প্রতিবেদক : ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার দেড় মাস আগে বিচ্ছেদের মাধ্যমে আলাদা হলেও আবারও বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন। বিষয়টি মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজেই নিশ্চিত করেছেন সাবিকুন নাহার।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “দুনিয়াটা ক্ষণস্থায়ী, পুরোদস্তুর ধোঁকা, নিখাঁদ এক প্রতারণা। অনন্ত পরকালের সফলতাই আসল।”

সন্তানদের মানসিক অবস্থার কথাও তুলে ধরে সাবিকুন নাহার লিখেছেন, প্রতিদিনই তাদের কন্যা আয়িশা বাবাকে খোঁজে। “বাবা যাবো, বাবা গাড়ি, বাবা কই”—এই শব্দগুলোর ব্যথা যে কত গভীর, তার কোনো পরিমাপক নেই,” বলেন তিনি।

ছেলে উসমানের কথাও উল্লেখ করেন তিনি। অন্য শিশুদের মাকে ডাকতে দেখে উসমান যখন নিজের মায়ের কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, তখন সেই বেদনা সামলানো কঠিন হয়ে পড়ে—এমন মন্তব্য করেন সাবিকুন নাহার।

বিচ্ছেদের প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, যা ঘটেছে তা হয়তো তাকদিরেই ছিল। তবে ভুল বোঝাবুঝি, রাগ–জেদ ও বিভিন্ন প্রভাব মিলেই পরিস্থিতি জটিল হয়েছিল। তিনি আরও জানান, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে নানা বাধা কাজ করলেও শেষ পর্যন্ত তারা দুজনেই বিষয়টি উপলব্ধি করেছেন।

শেষে সন্তানের সুস্থ ভবিষ্যৎ ও পারিবারিক শান্তির কথা উল্লেখ করে সাবিকুন নাহার বলেন, “উসমান ও আয়িশা তাদের বাবা-মাকে ফিরে পেয়েছে—আলহামদুলিল্লাহ।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে