ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পতনের মধ্যেও বিক্রেতা সঙ্কটে হল্টেড ৮ কোম্পানি

২০২৫ ডিসেম্বর ০৩ ১৫:১৯:৪০
পতনের মধ্যেও বিক্রেতা সঙ্কটে হল্টেড ৮ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আজ (০৩ ডিসেম্বর’২৫) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯২৭ পয়েন্টে। এদিন আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মোট ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টির দর বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ৮ কোম্পানির শেয়ার। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- নিউ লাইন ক্লোথিংস, স্ট্যান্ডার্ড সিরামিকস, ঝিলবাংলা সুগার, তাল্লু স্পিনিং, বিডি থাই অ্যালুমিনিয়াম, কাট্টলি টেক্সটাইল, বিডি থাই ফুড এবং ইউনিয়ন ক্যাপিটাল।

কোম্পানিগুলোর মধ্যে আজ সর্বোচ্চ দর বেড়েছে নিউ লাইন ক্লোথিংস। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৪০ পয়সায়। আর শেয়ারটির দর ৪ টাকা ১০ পয়সা থেকে ৪ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে স্ট্যান্ডার্ড সিরামিকসের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৪ টাকা ৯০ পয়সায়। আর শেয়ারটির দর ৬০ টাকা ৯০ পয়সা থেকে ৬৪ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ঝিলবাংলা সুগারের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকা ৪০ পয়সায়। আর শেয়ারটির দর ১১৫ টাকা ২০ পয়সা থেকে ১২০ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৪৪ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- তাল্লু স্পিনিংয়ের ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১ টাকা ২০ পয়সা বা ৯.৭৬ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ১ টাকা বা ৯.৫২ শতাংশ, বিডি থাই ফুডের ১ টাকা ৩০ পয়সা বা ৯.৩৫ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ৫ টাকা ৬০ পয়সা, ১৩ টাকা ৫০ পয়সা, ১১ টাকা ৫০ পয়সা, ১৫ টাকা ২০ পয়সা ও ৩ টাকা ১০ পয়সায়।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে