ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়া যেসব সুবিধা পাবেন ভিভিআইপি হিসেবে

২০২৫ ডিসেম্বর ০৩ ১১:৪০:০৯
খালেদা জিয়া যেসব সুবিধা পাবেন ভিভিআইপি হিসেবে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি)’ হিসেবে ঘোষণা করেছে। সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মোতায়েন করা হয়েছে।

আইনের ৮(২) ধারায় বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত যেকোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এসএসএফ দৈহিক নিরাপত্তা প্রদান করবে। এসএসএফ তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যে কোনো তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নিরাপত্তা ব্যবস্থা:

ঝুঁকিপূর্ণ ব্যক্তি হলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে।

পরিস্থিতি গুরুতর হলে প্রাণঘাতী ব্যবস্থা নেওয়ার বিধানও আইনে রয়েছে।

বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ অনুযায়ী, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা এসএসএফের দায়িত্ব।

এভাবে খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সরকারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে