ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সৌন্দর্যের হিংসা—চার শিশুর জীবন কেড়ে নিল যে নারী

২০২৫ ডিসেম্বর ০৪ ১০:১৪:৫৫
সৌন্দর্যের হিংসা—চার শিশুর জীবন কেড়ে নিল যে নারী

নিজস্ব প্রতিবেদক : সৌন্দর্য নিয়ে চরম ঈর্ষা ও হিংসা থেকে নিজের ছেলেসহ চার শিশুকে হত্যার অভিযোগ উঠেছে ভারতের হরিয়ানার পানিপথে পুণম নামে এক নারীর বিরুদ্ধে। বিয়েবাড়ি থেকে ৬ বছরের এক শিশু নিখোঁজ হওয়ার পর তার মৃত্যুর ঘটনায় বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনাটি তদন্ত করে পুলিশ বুধবার (৩ ডিসেম্বর) পুণমকে গ্রেপ্তার করেছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে।

মারা যাওয়া ৬ বছরের শিশু বিধি সোনিপতের বাসিন্দা। সে পরিবারসহ নৌলথা গ্রামে আত্মীয়ের বিয়েতে এসেছিল। সোমবার দুপুরে বারাত পৌঁছালে সবাই বাইরে ব্যস্ত থাকাকালে বিধিকে ছাদে যেতে দেখে পুণম তাকে অনুসরণ করেন। কথার ফাঁকে বিধিকে একটি স্টোররুমে নিয়ে গিয়ে পানিভর্তি টবের ভেতর দাঁড়াতে বলেন। মুহূর্তের মধ্যেই তিনি শিশুটির মাথা পানিতে চেপে ধরে হত্যা করেন এবং বাইরে থেকে দরজা আটকে চলে যান।

এক ঘণ্টা পর পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে স্টোররুম খুললে বিধিকে পানিভর্তি টবের মধ্যে পড়ে থাকতে দেখেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

আগের তিন হত্যাকাণ্ডও স্বীকার

জিজ্ঞাসাবাদে পুণম আরও তিনটি শিশুকে হত্যার কথা স্বীকার করেছেন। তদন্তে উঠে এসেছে—

২০২৩: বোন-শাশুড়ির ৯ বছরের মেয়ে ইশিকাকে পানি ট্যাংকে ডুবিয়ে হত্যা

২০২৩: সন্দেহ এড়াতে নিজের ৩ বছরের ছেলে শুভমকে হত্যা

২০২৪ (আগস্ট): কাজিনের ৬ বছরের মেয়ে জিয়াকে ‘আরও সুন্দর’ হওয়ায় হত্যা

এই তিনটি মৃত্যুকেই পরিবার আগে দুর্ঘটনা বলে ধরে নিয়েছিল।

পুলিশ জানিয়েছে, পুণম চার শিশুকেই একই কায়দায়—পানিতে ডুবিয়ে—হত্যা করেছেন। তিনি বিশেষভাবে দেখতে সুন্দর ছোট মেয়েদের লক্ষ্য করতেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে