ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যুদ্ধের ধ্বংসে জন্ম নিল নতুন জীবন

২০২৫ ডিসেম্বর ০৩ ১৮:৪২:৩২
যুদ্ধের ধ্বংসে জন্ম নিল নতুন জীবন

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার (২ ডিসেম্বর) গাজায় একসঙ্গে ৫৪ দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়। দুই বছরের ভয়াবহ সংঘাত এবং ধ্বংসযজ্ঞের পর এটি গাজার মানুষের জন্য নতুন জীবনের প্রতীক হিসেবে ধরা হয়েছে। নবদম্পতিদের অনেকেই মধ্য গাজার ধূলিসাৎ ভবনগুলোর পাশ দিয়ে হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নবদম্পতিরা একে অপরের হাত ধরে নতুন জীবন শুরু করার শপথ নিয়েছেন।

২৭ বছর বয়সী ইমান হাসান লাওয়া এবং হিকমত লাওয়া এই ৫৪ যুগলের মধ্যে অন্যতম। হিকমত লাওয়া বলেন, “যা কিছু ঘটুক না কেন, আমরা নতুন জীবন শুরু করব। সৃষ্টিকর্তার ইচ্ছায় আশা করি এই যুদ্ধ শেষ হবে।”

যদিও বিয়ের অনুষ্ঠান ফিলিস্তিনি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, চলমান সংকটের কারণে উদযাপন ম্লান ছিল। নবদম্পতিসহ গাজার ২০ লক্ষ বাসিন্দার অনেকেই বাস্তুচ্যুত। নিকটবর্তী দেইর আল-বালা শহরে আশ্রয় নেওয়া এই যুগল খাদ্য ও নিরাপদ থাকার জন্য হিমশিম খাচ্ছেন। হিকমত বলেন, “আমাদের স্বপ্ন কেবল একটি তাঁবু খুঁজে পাওয়া, যেখানে আমরা থাকতে পারব।”

বার্নার্ড কলেজের সমাজবিজ্ঞানের অধ্যাপক রান্ডা সেরহান বলেন, গণবিয়ে নতুন প্রজন্মের পরিবারের ঐতিহ্য বহন করে। প্রতিটি নতুন বিয়ের সঙ্গে শিশু আসবে এবং এটি স্মৃতি ও বংশধারা বজায় রাখবে।

গাজার শহরের বিধ্বস্ত এলাকা দিয়ে নবদম্পতিরা গাড়ি শোভাযাত্রা করেছেন। তারা ফিলিস্তিনি পতাকা নাড়ছিলেন, আর পরিবারগুলো বাদ্যের তালে নাচছিল। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মানবিক সংস্থা ‘আল ফারেস আল শাহিম’ নবদম্পতিদের জন্য কিছু অর্থ ও প্রয়োজনীয় সামগ্রীও প্রদান করেছে।

বিয়ের এই অনুষ্ঠান প্রমাণ করল, ধ্বংস ও সংঘাতের মাঝেও আশা এবং জীবনের আকাঙ্ক্ষা কখনও নিঃশেষ হয় না। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে