ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রাজবাড়ী ভাঙতে গিয়ে বেরিয়ে এলো গোপন সুড়ঙ্গ

২০২৫ ডিসেম্বর ০৩ ১৬:২৭:৪৭
রাজবাড়ী ভাঙতে গিয়ে বেরিয়ে এলো গোপন সুড়ঙ্গ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর সিপাইপাড়া এলাকার ঐতিহাসিক রাজবাড়ী ভাঙতে গিয়ে বেরিয়ে এসেছে কয়েকটি গোপন সুড়ঙ্গের সন্ধান। বাড়িটির মেঝে খুঁড়ে ইট তোলার সময়ই এই সুড়ঙ্গগুলো দৃশ্যমান হয়, যা স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

বুধবার (৩ ডিসেম্বর) সরেজমিন দেখা যায়, সামনের দিকের দুটি ঘরের মেঝের নিচে ছোট ও সরু কয়েকটি সুড়ঙ্গ বেরিয়ে এসেছে। ভাঙার কাজের শ্রমিকরা প্রথমে বিষয়টি দেখে অবাক হয়ে যান।

ভূমি অফিসের নথি অনুযায়ী, জমিটির মালিক ছিলেন রাজা হেমেন্দ্র নারায়ণ রায়ের ছেলে সন্দীপ কুমার রায়। দিঘাপতিয়া রাজবংশের চার উত্তরসূরির একজন ছিলেন তিনি।১৯৭২ সালের আরএস রেকর্ডে তাঁর নাম মালিক হিসেবে উল্লেখ আছে। পরে ১৯৮১ সালে এটি শত্রু সম্পত্তি (ভিপি) হিসেবে তালিকাভুক্ত করা হয়, যদিও সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ১৯৭৪ সালের পর কোনো সম্পত্তি ভিপি ঘোষণা করা যায় না।

এই বাড়িটি দীর্ঘদিন ভাষাসৈনিক মনোয়ারা রহমানের নামে ইজারায় ছিল। সম্প্রতি ইজারা বাতিল করে মাত্র ১ লাখ ৫২ হাজার টাকায় সম্পূর্ণ ভবনটি নিলামে বিক্রি করে বোয়ালিয়া থানা ভূমি অফিস।

নতুন মালিকের ব্যবস্থাপক মো. অপু দাবি করেন—“এই সুড়ঙ্গগুলো প্রাকৃতিক এসির মতো কাজ করত। আগের ধনাঢ্য পরিবারগুলো ঘরের নিচে এমন পথ রাখত, যাতে পানি জমে ঘর ঠাণ্ডা থাকে।”

তবে এ বিষয়ে প্রত্নতাত্ত্বিকদের মন্তব্য ভিন্ন। গবেষক তসিকুল ইসলাম রাজা বলেন—“বাড়িটির প্রত্নতাত্ত্বিক মর্যাদা ছিল। সংরক্ষণ করা উচিত ছিল সরকারের।”

বোয়ালিয়া থানা ভূমির সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন বলেন—“ভবনটির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আছে কি না আমরা জানতাম না। আগে কেউ জানালে ভাঙার অনুমতি দেওয়া হতো না।”

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ জানান—“বিষয়টি আমার জানা ছিল না। সিটি করপোরেশন এবং এসি ল্যান্ডকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

সুড়ঙ্গগুলো ঠিক কী উদ্দেশ্যে তৈরি হয়েছিল—গোপন কক্ষ, পালানোর রাস্তা, নাকি তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার অংশ—তা জানতে আগ্রহ বাড়ছে এলাকাজুড়ে। অনেকেরই দাবি, ভাঙার আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতামত নেওয়া উচিত ছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে